HAVELLS তাদের নতুন এয়ারপিউরিফায়ার সিরিজ প্রাথমিক 14,490 টাকায় ভারতে নিয়ে এল

HAVELLS তাদের নতুন এয়ারপিউরিফায়ার সিরিজ প্রাথমিক 14,490 টাকায় ভারতে নিয়ে এল
HIGHLIGHTS

ভারতে এয়ারপিউরিফায়ারের নতুন রেঞ্জ নিয়ে এল হ্যাভেলস

নতুন ফ্রেস রেঞ্জ এয়ারপিউরিফারারের দাম 14,490টাকা-43,290 টাকার মধ্যে

এই টপ এন্ড এয়ারপিউরিফায়ার 9টি স্টেজের এয়ারপিউরিফায়ারের সঙ্গে এসেছে

ভারতের রাজধানীতে যখন বায়ুদূষণের মাত্রা বেরে চলেছে সেই সময়ে হ্যাভেলস নিয়ে এল নতুন সেগমেন্টের এয়ারপিউরিফায়ার। কোম্পানি এই রকমের চারটি পিউরিফায়ার নিয়ে এসেছে। এর নেট্রি লেভেলে আছে Freshia AP20, Freshia AP40। Freshia AP46 আর টপ এন্ডের  Freshia AP58। এদের দামের রেঞ্জ 14,40 টাকা থেকে 43,290 টাকা। আর এর সঙ্গে টপ এন্ডের হ্যাভেলস এয়ারপিউরিফায়ার নয়, সাত আর পাঁচটি স্টেজের এয়ার ফিল্টার নিয়ে এসেছে। আর এর সগে হ্যাভেলস দাবি করেছে যে এটি 99.99 শতাংশ এয়ার ফিল্টারেশান এফিসিয়েন্স আর এর এয়ারপিউরিফায়ার যা H-11 গ্রেড আর HEPA ফিল্টার ব্যাবহার করা হয়েছে।

হ্যাভেলস ফ্রেশ এয়ার পিউরিফায়ার

এর আগে আমরা যেমন বলেছি এই হ্যাভেলস ফ্রেশিয়া এয়ার পিউরিফায়ার রেঞ্জ চারটি ডিভাইস এনেছে। এর টপ মোস্ট এয়ারপিউরিফায়ার হল Freshia AP58 যা সর্বাধিক CADR 500 কিউবিক মিটার প্রতি ঘন্টায় নয় স্টেজের এয়ার ফিল্টারেশান প্রসেস এনেছে যা নয় স্টেজের ফিল্টারেশান প্রসেস আনে। আর এই ফিল্টারেশান প্রসেস প্রি ফিল্টার, কোল্ড কাটস্টাইল ইল্টার, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, অ্যামটিব্যাকটেরিয়াল আর HEPA ফিল্টার, UV আর অ্যানিয়ন জেনারেটার একটি হাম্বিডিয়ার ফিল্টার আর শেষে কিছু অ্যান্টিব্যাক্টেরিয়াল বল রিমুভ প্যাটারন যা জল থেকে বার করে তা আছে। আর এর সঙ্গে এর নয়েজ লেভেল 68.8 ডেসিবেল পর্যন্ত আর এটি এই সময়ের জন্য ইন্ডোরের জন্য এক দম ঠিক। আর এটি 624 স্কোয়ার ফুটে কাজ করে।

আর এবার আমরা  Freshia AP46 এয়ারপিউরিফায়ারটি দেখে নেব, যা সাতটি স্টেজে এয়ার ফিল্টারেশান করে। আর এতে আপনারা অ্যান্টি ব্যাকটেরিয়েকা আর হামিডফায়ার ছাড়া বাকি সব কিছু পাবেন। আর এই ডিভাইসে সর্বাধিক  CADR হল 388 মিটারের প্রতি ঘন্টায় আর এর সঙ্গে এটি 495 স্কোয়ার মিটারে কাজ করে। আর Freshia AP46 আর AP56 এয়ার পিউরিফায়ার কম্ফোর্ট মোড অটমেটিক লাইট অফ আর লাউডার ফ্যান স্পিড দেয়।

আর কোম্পানির তৃতীয় এয়ারপিউরিফায়ার Freshia AP40 আর AP20। দুটিই পাঁচ স্টেজে এয়ারপিউরিফাই করে যা 350 আর 180 কিউবিক মিটার প্রতি ঘন্টার CDAR য়ের। আর এর সঙ্গে এতে তিনটি ফ্যান ফিচার আছে যা স্লিপ মোড আর যথাক্রমে 40-20 স্কোয়ার মিটারে কাজ করে।

হ্যাভেলস ফ্রেশ এয়ার পিউরিফায়ারের দাম

টপ এন্ড Havells Freshia AP58 য়ের দাম 43,290 টাকা আর সেখানে Freshia AP46 য়ের দাম 31,290 টাকা। Freshia AP40 য়ের দাম 25,890 টাকা আর সবার শেষে Freshia AP20 য়ের দাম 14,m490 টাকা। আর এই ডিভাইস গুলি অফলাইন আর অনলাইন রিটেলার চ্যানেলের মাধ্যমে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo