এভাবে মেসেজ করে জিওফোন বুক করুন

HIGHLIGHTS

এই ফোনটি আগে এলে আগে পাওয়া যাবে ভিত্তিতে পাওয়া যাবে, আর এর জন্য আপনাকে সিকিউরিটি অ্যামাউন্ট হিসাবে Rs 1500 দিতে হবে যা 3 বছরের মধ্যে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে

এভাবে মেসেজ করে জিওফোন বুক করুন

রিলায়েন্স জিওর জিওফোনের ঘোষনা করেছে তবে থেকে লোকে জিওফোনের বুকিং করার অপেক্ষায় আছে। এই ফোনটি আগে এলে আগে পাওয়া জাবের ভিত্তিতে পাওয়া যাবে। আর এর জন্য আপনাকে প্রথমে Rs 1500 জমা করতে হবে। এই সিকিউরিটি অ্যামাউন্ট আপনি 3 বছরের মধ্যে ফেরত পেয়ে যাবেন। কিছু শহরে এই ফোনটির অনলাইনে বুকিং শুরু হয়েগেছে। দিল্লি এনসিআরের রিলায়েন্স ডিজিটাল স্টোরেও আপনি আপনার জিওফোন বুক করতে পারবেন। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

জিও ফোনের অনলাইন বুকিং 24 আগস্ট শুরু হবে, তবে আপনি যদি চান তবে এই ফোনটি সহজেই একটি মেসেজের মাধ্যমে বুক করতে পারবনে।

এভাবে মেসেজ পাঠান

JP<আপনার অঞ্চলের পিন কোড><নিকটতম জিও স্টোরের কোড>

আর এই মেসেজটি 7021170211 নম্বরে পাঠিয়েদিন

Rs 1500’র সিকিউরিটি অ্যামাউন্ট জমা করতে হবে

রিলায়েন্স জিওর এই ফোনটি পাওয়ার জন্য প্রথমে Rs 1500 জমা করতে হবে, এটি অবশ্য একটি সিকিউরিটি অ্যামাউন্ট যা আপনাকে 3 বছরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।

প্রথমে এলে প্রথমে পাওয়া যাবে এই ভিত্তিতে ফোনটি পাওয়া যাবে

যে এই ফোনটি প্রথমে বুক করবে সে এই ফোনটি আগে পাবে। এই ফোনটি সেপ্টেম্বর থেকে সেলের জন্য পাওয়া যাবে।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo