এখনও Pan-Aadhaar লিংক করাননি? শীঘ্রই 31 মার্চের মধ্যে কাজ সারুন, নইলেই আটকে যাবে এই 21 কাজ!

এখনও Pan-Aadhaar লিংক করাননি? শীঘ্রই 31 মার্চের মধ্যে কাজ সারুন, নইলেই আটকে যাবে এই 21 কাজ!
HIGHLIGHTS

সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 31 মার্চের মধ্যে Aadhaar-Pan লিংক করতে হবে

জাল Pan, একাধিক Pan নম্বর ব্যবহার করা আটকাতে এই ফন্দি এঁটেছে সরকার

তবে আপনি যদি এই কাজ 31 মার্চের মধ্যে না সারেন আর এই 21 কাজ করতে পারবেন না

ভারতীয়দের দুটি জনপ্রিয় নথি হল Aadhaar এবং Pan। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে এই দুই নথিকে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নির্দেশ নয়, রীতিমত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী 31 মার্চের মধ্যে সমস্ত ভারতীয় নাগরিকদের এই কাজ শেষ করে ফেলতে হবে। যাঁরা এই সময় সীমার মধ্যে কাজ করবেন না তাঁদের একাধিক সমস্যার মুখে পড়তে হবে। এমনকি আপনার Pan Card পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। সময়ের পর Aadhar-Pan লিংক করালে দিতে হবে 1,000 টাকা। গত বছরই সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে নির্দেশ দেওয়া হয় 31 মার্চ 2022 এর মধ্যে এই কাজ শেষ করার। পরে সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2023 করা হয়। 

গত বছর আগে বলা হয় 31 মার্চের মধ্যে এই কাজ করতে হবে। পরে সেটা বাড়িতে 30 জুন করা হয়। বলা হয় এর মধ্যে লিংকিং না সারলে 1,000 টাকার জরিমানা দিতে হবে। কিন্তু দেখা যায় তখনও বহু মানুষ এই কাজটি করেননি। পরে সেই সময় সীমা বাড়িয়ে 31 মার্চ 2023 করা হয়। একই সঙ্গে জানানো হয় এবার এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে কাজ না সারলে একাধিক সমস্যার মুখে পড়তে হবে। করা যাবে না একাধিক কাজ। জরুরি লেনদেন সহ অন্যান্য কাজ করতে হলে Pan-Aadhaar লিংক করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তবে কিছু মানুষ এই নিয়ম থেকে বাদ আছেন। 

কাদের Pan-Aadhaar লিংক করতে হবে না? 

1. যাঁদের বয়স 80 বছরের বেশি তাঁদের এই কাজ করতে হবে না। 

2. জম্মু, কাশ্মীর, অসম, মেঘালয়ের বাসিন্দাদের এই কাজ করতে হবে না। 

3. যাঁরা নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন তাঁদেরও এই কাজ করতে হবে না। 

এবার দেখা নেওয়া যাক আপনি যদি Pan-Aadhaar লিংক না করান তাহলে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হবেন। দেখুন এই কাজ না করলে আপনি মোট 21টি কাজ করতে পারবেন না আর। কী সেই কাজগুলো? দেখুন।

Pan card link with aadhaar

কোন 21 কাজ আর Pan-Aadhaar লিংক না হলে করা যাবে না? 

1. কোনও রকমের ইনভেস্টমেন্ট করা যাবে না। 

2. Kyc আপডেট করতে বা এই সংক্রান্ত অন্যান্য সমস্যা দেখা যাবে। 

3. নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে না। 

4. বিনিয়োগ করে যাবে না মিউচ্যুয়াল ফান্ডে। 

5. আপনার যদি কোনও FD থেকে থাকে, সেটা অকেজো হয়ে যাবে। আপনি আর সেটা ব্যবহার করতে পারবেন না। 

6. আপনি ব্যাংকের কোনও কাজ করতে গেলে তাতে সমস্যায় পড়তে পারেন। 

7. কোনও সম্পত্তি কিনতে চাইলে তাতেও সমস্যায় পড়বেন। 

8. অনলাইন অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। 

9. শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে থাকলে সেটাও আর করতে পারবেন না। 

10. আপনি যে কাজ করছেন সেখানে সমস্যা দেখা দিতে পারেন। 

Pan-Aadhaar linking

11. নতুন কাজে যোগ দেওয়ার সময় সমস্যায় পড়তে পারেন। 

12. এমনকি কোম্পানি বদলালেও সমস্যায় পড়তে পারেন

13. আপনি কি কোনও কনট্র্যাকচুয়াল কাজ করছেন? তাহলেও কিন্তু আপনি বিপদে পড়বেন। 

14. ইন্স্যুরেন্সের কাজে সমস্যা দেখা দেবে। 

15. ট্রাস্ট বা এনজিওর কাজ বা লেনদেনে সমস্যা দেখা দিতে পারে। 

16. চেক বা ড্রাফট নিয়েও নানা সমস্যায় পড়তে পারেন। 

17. লোন পাবেন না, পেলেও সমস্যায় পড়বেন। 

18. কোনও রকমের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যাবে না। 

19. 50,000 টাকার বেশি লেনদেন করা যাবে না একবারে। 

20. ক্রেডিট কার্ড পেতেও সমস্যা হবে। 

21. গাড়ি কেনা বা পুরনো গাড়ি বেচার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo