এভাবে ইউন্ডোজ ল্যাপটপ ট্র্যাকিং ফিচার অন করুন

HIGHLIGHTS

আমরা আজ আপনাদের বলব যে কি করে আপনি আপনার ল্যাপটপে ট্রেকিং ফিচার অন করতে পারবেন

এভাবে ইউন্ডোজ ল্যাপটপ ট্র্যাকিং ফিচার অন করুন

যদি আপনার ল্যাপটপ হারিয়ে যায় তবে আপনি সহজেই তা খুঁজে নিতে পারবেন, এর জন্য মাইক্রোসফট ইউন্ডোজ এর ফাইন্ড মাই লোকেশান ফিচার আপনার সাহায্য করবে। আপনি যদি এই ফাইন্ড মাই লোকেশান দিয়ে যদি আপ্ন্র ল্যাপটপ কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে তা সহজেই খুজে পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এই ফিচারটি শুধু ইউন্ডোজ ডিভাইস ট্র্যাকিঙ্গের জন্যই। এটি দিয়ে পিসি ল্ক হবে না। আপনি এটি দিয়ে নিজের ল্যাপটপের লোকেশান জানতে পারবনে। মাইক্রোসফট খুব তাড়াতাড়ি এতে আরও কিছু ফিচার্স দেবে।

আপনার ল্যাপটপের লোকেশান চেক করার জন্য আপনার কাছে ইন্টারনেট কানেকশান থাকা দরকার। এই ফিচারটি ব্যবহার করতে চাইলে আপনার কাছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, জিপিএস চিপ, সেলুলার কানেকশান বা লোকেশান ট্রেস করার জন্য কোন একটি বিকল্প থাকা দরকার।

আপনি এই সব কিছু আপনার পুড়নো ল্যাপটপে পাবেননা। কিন্তু এই ফিচারটি আপনি আপাতত ট্যাবলেটে না হাইব্রিড ডিভাইসে পাবেন। আপনি এই ফিচারটি পেতে চাইলে এই স্টেপ গুলি ফলো করুন।  

  • মেনুতে গিয়ে সেটিংস এর বিকল্প খুঁজুন।
  • আপডেট আর সিকিউরিটিতে ক্লিক করুন আর এর পরে সেটিংসে ফাইন্ড মাই ডিভাইসে যান।
  • এই ফিচারটি এক্টিভেট করার জন্য, মাইক্রো সফট অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • এবার এটি অন করার জন্য ফাইন্ড মাই ডিভাইস অফের নিচের দিকে গিয়ে বিকল্প ‘চেঞ্জ’ এ কিল্ক করুন।
  • এখানে আপনি একটি অপশান পাবেন ‘সেভ মাই ডিভাইস লোকেশান পিরিয়েডিকালি’ এটি অন করুন।
  • এবার নিজের ডিভাইসকে ট্র্যাক করার জন্য  account.microsoft.com/devices এ গিয়ে আপনি এটি ট্র্যাক করতে পারবেন।

সোর্সঃ 

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo