VIVO U20 আর REALME 5S দুই দশহাজারি ফোনের মধ্যে কোনটি কেমন

VIVO U20 আর REALME 5S দুই দশহাজারি ফোনের মধ্যে কোনটি কেমন
HIGHLIGHTS

দুটি ফোনের দামই দশহাজারের মতন

এই দুটি ফোনই সবে ভারতে এসেছে

ভারতে সবে রিয়েলমি আর ভিভো দুজনেই তাদের দুটি নতুন ফোন লঞ্চ করছে। আর এই দুটি ফোনের দামই 10,000 টাকার মধ্যে। এই Vivo U20 আর Realem 5S ফোন দুটির মধ্যে কোনটি কেমন আর তাদের মিল আর পার্থক্যই বা কেমন তাই আজকে এখানে আলোচনা করে দেখব।

VIVO U20 VS REALME 5S ফোনের ডিসপ্লে

Vivo U20 ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 1080×2340 পিক্সাল রেজিলিউশান। আর ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9।

আর সেখানে আমরা যদি Realme 5S ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একই 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন। আর এর সগে এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান। আর এই ফোনে আছে 720×1600 পিক্সালের পিক্সাল রেজিলিউশান। ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9।

VIVO U20 VS REALME 5S অপারেটিং সিস্টেম আর প্রসেসার

Vivo U20 ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ 9.2 আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675প্রসেসার। আর এই ফোনে অ্যাড্রিনো 612 দেওয়া হয়েছে।

আবার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 য়ের সঙ্গে আশা Relame 5s ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 নির্ভর কালার OS 6 আর এই ফোনে অক্টা কোর অ্যাড্রিনো 610 দেওয়া হয়েছে।

VIVO U20 VS REALME 5S ফোনের ক্যামেরা

Vivo U20 একটি ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোন এই ফোনে আছে 16MP র মেন ক্যামেরা আর এই ফোনে এর সঙ্গে একটি 8MP র আল্ট্রাওইয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। আর ম্যাক্রো লেন্স আছে 2MP র।

আর ভিভো তাদের এই ফোনে 16MP র সেলফি ক্যামেরা দিয়েছে।

আর Realme 5S সেখানে একটি কোয়াড ক্যামেরার ফোন যা মেন 48MP র ক্যামেরার সঙ্গে একটি 8MP র আল্ট্রা ওয়াইড আর একটি 2MP র ডেডিকেটেড ম্যাক্রো লেন্স আর সঙ্গে একটি 2MP র ডেপথ সেন্সার দিয়েছে।

আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 13mp র ফ্রন্ট ক্যামেরা।

VIVO U20 VS REALME 5S ফোনের র‍্যাম আর স্টোরেজ

ভিভোর এই U সিরিজের দ্বিতীয় ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশান পাবেন আর এর সঙ্গে আছে এই ফোনের একটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশান। আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

আর এবার যদি আমরা Realme 5S ফোনটি দেখি তবে এই ফোনটিতে আপনারা 4GB র‍্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এর সঙ্গে আপনারা এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 128Gb স্টোরেজ পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ডের সুযোগ।

VIVO U20 VS REALME 5S ব্যাটারি

আর এবার এই ফোনের আরও এক গুরুত্ব পূর্ণ অংশ ব্যাটারির দিকটি দেখা যাক। Vivo U20 ফোনে আছে একটি 5000mAH য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর সেখানে Realme 5S ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি যা 10W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

 

Digit.in
Logo
Digit.in
Logo