Nokia 3310 (2017): এর ক্যামেরাটি আদতে কেমন!!!

HIGHLIGHTS

আমরা Nokia 3310 (2017) এর ক্যামেরাটি দিয়ে আলাদা আলাদা আলোতে বিভিন্ন ধরেনর ছবি তুলেছি, যাতে বোঝা যায় যে এর ক্যামেরাটি কেমন

Nokia 3310 (2017): এর ক্যামেরাটি আদতে কেমন!!!

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 3310 (2017) কিছু দিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছে। অনেকেই নোকিয়ার এই ফিচারফোনটি কিনতে চান। এটি ফিচার ফোন হলেও এি ফোনটিতে একটি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি আমাদের কাছে এসে গেছে। তাই আমরা এর ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি এটা দেখার জন্য যে এই ক্যামেরাটি কেমন। এবং প্রতিটি ছবিই বিভিন্ন আলোত তোলা হয়েছে। তবে আসুন এই ছবি গুলি দেখা যাক আর তাদিয়ে এটা বোঝার চেষ্টা করা যাক যে এই ফোনটির ক্যামেরাটি কেমন কাজ করে। 

 ইন্ডোর

ইন্ডোরঃ ন্যাচারাল লাইট

আউটডোরঃ রাস্তায়

 ইন্ডোর রোদে 

ইন্ডোর কম আলোয়

ইন্ডোর কম আলোয় ফ্ল্যাশের সঙ্গে

নোকিয়ার ফোনের ক্যামেরা এই মুহূর্তে বাজারে থাকা সেরা ক্যামেরা ফোন নয়। তবে ফিচার ফোনের ক্যামেরা হিসাবে ভাল.

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo