এই সময়ে ভারতের সেরা বাজেট রেঞ্জের ফোন

এই সময়ে ভারতের সেরা বাজেট রেঞ্জের ফোন
HIGHLIGHTS

একটা ভাল স্মার্টফোন কিনতে চান বাজেট মাত্র ১০ হাজার আর এই ফোনগুলি পারফরমেন্সও বেশ ভাল

আপনি যদি এই সময়ে ভারে থাকা সেরা বাজেট স্মার্টফোন কিনতে চান তবে আপনার কাছে বেশ কিছু ভাল বিকল্প আছে। আমাদের এই সেরা ১০ টি বাজেট ফোন ক্রেতাদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এই ফোনগুলিতে সেরা ভ্যালু আর সেসিফিকেসনা আছে।

Moto G5 Plus 

মোটো শেষ অব্দি G5 নিয়ে ফিরে এসেছে। এবং এটি এই মুহূর্তে বাজেট রেঞ্জে পাওয়া অন্যতম সেরা স্মার্টফোন। এই ফোনটির ক্যামেরা এর সবথেকে বড় স্পেশালিটি। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 আছে। এই ফোনটির ব্যাটারি বেশ ভাল। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.2-ইঞ্চি, 1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 র‍্যামঃ 3/4GB স্টোরেজ 16/32GB ক্যামেরা 12MP, 5MP ব্যাটারি 3000mAh।

Coolpad Cool 1

কুল প্যাডের এই ফোনটি বাজেট রেঞ্জের মধ্যে থাকা আরও একটি সেরা ফোন যা আপনি কিনতে পারেন। এই ফোনটিতে Le 2 এর মতন ইন্টারনাল আছে। এই ফোনটির রেয়ার ক্যামের খুব ভাল পোটরেট ছবি তোলা যায়। স্পেক্সঃ ডিসপ্লেঃ 5.5 ইঞ্চি, 1080p SoCঃ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 652 র‍্যাম 4GB স্টোরেজ 32 GB ক্যামেরা ডুয়াল 13MP, 8MP ব্যাটারি 4000 mAh OS: অ্যান্ড্রয়েড 6.0

Lenovo Z2 Plus

এই বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে আপনি যদি একটি ভাল পারফরমেন্স যুক্ত ফোন চান তবে লেনোভো Z2 প্লাস একটি ভাল অপশান। এই ফোনটিতে 5- ইঞ্চির ডিভাইস আছে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 SoC আছে আর এই ফোনের র‍্যাম 3GB। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB আর এর ব্যাটারি 3500mAh এর। এই ফোনের ক্যামেরা ত্মেন ভাল নয়। তবে আপনি যদি একটি শক্তিশালী ডিভাইস চান তবে এটি একটি ভাল অপশান।

Xiaomi Redmi Note 4

এই ফোনটি বাজেট রেঞ্জের তৃতীয় অপশান। এই ফোনটির ব্যাটারি বাজেট রেঞ্জের ফোনের মধ্যে সেরা ফোন। এই ফোনটির 4100mAh এর ব্যাটারি দুদিনের বেশি একবার চার্জ করে ফোনটি চালাতে পারে। স্পেক্সঃ ডিসপ্লে 5.5 ইঞ্চি, 1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 র‍্যামঃ 4GB স্টোরেজ 64GB ক্যামেরা 13MP, 5MP ব্যাটারি 4100mAh OS: অ্যান্ড্রয়েড 6.0।

Lenovo P2

আপনি যদি একটি ভাল ব্যাটারি লাইফ যুক্ত ফোন চান তবে লেনোভো P2 আপনার জন্য একদম সঠিক ফোন। এই ফোনটির ব্যাটারি 5100mAh এর এই ফোনটি আপনাকে দুদিনের ব্যাটারি লাইফ দেবে। এই ফোনটিতে থাকা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 এই ফোনটির পারফেমেন্স কে সেরা করতে পারেনি।

Xiaomi Mi Max 

ফ্যাবলেট বাজেট রেঞ্জের মধ্যে থাকা ফোনের মধ্যে সাওমি এমআই ম্যাক্স সেরা অপশান। এই ফোনটির ডিসপ্লে 6.44 ইঞ্চির যা ভিডিও দেখার জন্য খুবই ভাল। এই ফোনটিতে রেডমি নোট 3 এর মতন একই SoC দেওয়া হয়েছে। একবার চার্জ করলে ফোনটি দুদিন অব্দি চলতে পারে। স্পেক্সঃ ডিসপ্লে 6.44- ইঞ্চি 1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 650 র‍্যাম 3GB স্টোরেজ 32GB ব্যাটারি 3850mAh OS: অ্যান্ড্রয়েড 6.0।

Nubia ZTE Z11 Mini 

আপনি বাজেট রেঞ্জের মধ্যে থাকা একটি ভাল ক্যামেরা যুক্ত স্মার্ট ফোন চান তবে এই ফোনটি আপনার জন্য একটি ভাল অপশান। এই ফোনটির ক্যামেরা সত্যিই খুব ভাল। ডিস্প্লেঃ 5- ইঞ্চি, 1080p SoC: কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 র‍্যামঃ 3GB স্টোরেজ 32GB ব্যাটারি 2800mAh OSঃ অ্যান্ড্রয়েড 5.1.1।

Honor 6X

হনারের এই সাম্প্রতিকতম ফোনটি অন্যান্য বাজেট স্মার্টফোনের মতনই তব ঈই ফোনটির SoC নতুন যা হুয়াই নিজে ডেভলাপ করেছে। এই ফোনটির র‍্যাম  3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB। যা একে একটি সেরা স্মার্টফোন তৈরি করতে সাহায্য করেছে। এই ফোনটিদিয়ে ভাল “বোখা” ছবি তোলা যায়। স্পেক্সসঃ ডিসপ্লে 5.5-ইঞ্চি, 1080p SoC: হিসলিকন কিরিন 655 র‍্যাম 3GB স্টোরেজ 32GB ব্যাটারি 3340mAh OS: অ্যান্ড্রয়েড 6.0।

Xiaomi Redmi 4

এই রেডমি ফোনটি রেডমি 3S প্রাইমের জায়গা নিয়েছে। এই ফোনটির বিল্ড ডিসপ্লে সবই বেশ ভাল। এই ফোনটি Rs.15,000 এর মধ্যে পাওয়া একটি ভাল ফোন। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপ ড্র্যাগন 435 SoC আছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা 13MP;র তবে তা এই রেঞ্জের মধ্যে তাহাক ফোনের মধ্যে সেরা ক্যামেরা নয়।

Yu Yureka Black

যদি আপনার কাছে ফোনের ডিজাইনই প্রাধান্য পায় তবে এটি আপনার জন্য তৈরি হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 যুক্ত এই ফোনটিতে 4GB র‍্যাম আছে। এই ফোনটি এর নামের সঙ্গে মিলিয়ে ব্ল্যাক কালারের করা হয়েছে। এই ফোনটিতে 32GB’র স্টোরেজ আছে আর এর ব্যাটারি 3000mAh এর। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo