ভারতের সেরা কিছু লেটেস্ট ফোন

ভারতের সেরা কিছু লেটেস্ট ফোন
HIGHLIGHTS

এই সব ফোন গুলিই পারফরমেন্স বা ক্যামেরা সব দিক দিয়েই একে অপরকে টেক্কা দিতে পারে

সম্প্রতি বেশ কিছু স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে, আর কিছু খুব ভাল স্মার্টফোন ভারতে আসতে চলেছে। এই লেটেস্ট স্মার্টফোন গুলিতে অনেক অসাধারন ফিচার্স আছে। তবে আসুন সেই স্মার্টফোন গুলি কোন গুলি তা দেখে নেওয়া যাক।

১। Coolpad Cool 1

কুলপ্যাড পরিবারের সব থেকে নতুন স্মার্টফোন এই Coolpad Cool 1। এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 652 প্রসেসার যুক্ত। এই ফোনটিতে 4GB র‍্যাম দেওয়া হয়েছে। এর ডিসপ্লে 5.5-ইঞ্চির যা 1080 পিক্সাল যুক্ত। এই ফোনটিতে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

২। OnePlus 3T

এই ফোনটি সস্তায় একটি খুব ভাল ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার, 6GB র‍্যাম, 64GB/128GB স্টোরেজও আছে। এই ফোনের রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা 16MP’র। এতে 3400mAh এর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে।  

৩। LG V20

এই ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এতে 5.7 আর 2.1-ইঞ্চির ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েডে কাজ করে। এর ব্যাটারি 3200mAh এর। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার যুক্ত।

৪। Moto M

এটি মোটোরোলার প্রথম ফোন যা মেটাল বডির। এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে, এর দাম Rs. 17,999। এতে মিডিয়াটেক হেলিও P15 প্রসেসার আর 4GB র‍্যাম আছে। এর রেয়ার ক্যামেরাটি 16MP’র। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এতে 3050mAh এর ব্যাটারি আছে।

৫। Nubia Z11

এই ফোনটি ভাল ক্যামেরার জন্য পরিচিত। এর ডিজাইনও অবশ্য বেশ ভাল। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে। এই ফোনের র‍্যাম 4GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB’র। এই ফোনটিতে একটি 16MP’র রেয়ার ক্যামেরা আর একটি 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3000mAh এর।

৬। Xiaomi Redmi Note 4

এই ডিভাইসটির ব্যাটারি লাইফ খুব ভাল। এতে একটি 4100mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসটির ডিসপ্লে 5.5 ইঞ্চির। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এই ডিভাইসে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর রেয়ার ক্যামেরা 13 আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের।

৭। Hawei Honor 6X

আপনি এই ডিভাইসটিতে 3GB র‍্যামের সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ পাবেন। এই ডিভাইসের ক্যামেরা বেশ ভাল। এতে 12+2 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এই ডিভাইসের 5.5 ইঞ্চির। এর ব্যাটারি 3340mAh এর।

৮। HTC 10 Evo

এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 810 প্রসেসার যুক্ত। এতে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 5.5-ইঞ্চির 1440p ডিসপ্লে যুক্ত। এতে 3GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি 3200mAh ব্যাটারি যুক্ত।

৯। Lenovo Zuk Edge

এই ফোনটি 5.5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আর 6GB র‍্যাম যুক্ত। এটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 3100mAh এর ব্যাটারি আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo