SAMSUNG GALAXY M31 6000mAh য়ের ব্যাটারি আর 64Mp র ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

SAMSUNG GALAXY M31 6000mAh য়ের ব্যাটারি আর 64Mp র ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

ভারতে Samsung Galaxy M31 লঞ্চ হয়েছে

এই ফোনটিতে আছে 64MP র কোয়াড ক্যামেরা

ফোনের প্রাথমিক দাম 14,999 টাকা

ভারতে স্যামসাং তাদের M সিরিজের আরও একটি ফোন লঞ্চ করেছে। এই Samsung Galaxy M31 ফোনটিতে আপনারা পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। আর এই ফোনে আছে 64Mp র মেন ক্যামেরা। এই ফোনের ক্যামেরাই এর প্রধান বৈশিষ্ট্য। এই ফোনে এর সঙ্গে আছে একটি 6000mAh য়ের ব্যাটারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে ভারতে লঞ্চ হওয়া M সিরিজের ফোন M30S য়েও এই একই রকমের বড় ব্যাটারি ছিল।

Samsung galaxy M31 ফোনটিতে আছে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনের রেজিলিউশান 2340 x 1080 পিক্সাল। আর এই ফোনে আপনারা পাবেন এক্সিয়ন্স 9611 আর ফইনে আছে মালি G72MP3 GPU। আর এই ফোনে আছে 6GB LPDDR4x RAMযা 64Gb আর 128GB র স্টোরেজ যুক্ত। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 10 নির্ভর One UI 2.0।

আর এই ফোনের ক্যামেরা যদি দেখি তবে Galaxy M31 ফোনে আছে 64MP র মেন ক্যামেরা যা Samsung GW1 সেন্সার জুতক আর এর অ্যাপার্চার 1.8 আর এউই ফোনে এর সঙ্গে একটি 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে আর আছে 5MP র ডেপথ সেনাস্র যা f/2,.2 অ্যাপার্চারের আর সঙ্গে একটি f/2.,2 অ্যাপার্চারের 5Mp র ম্যাক্রো ক্যামেরা আছে। আর ফোনে এর সঙ্গে আছে 32MP র ফ্রন্ট ক্যামেরফা যা f/2.0 অ্যাপার্চারের।

এই ফোনে আছে 6000mAh য়ের ব্যাটারি যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের প্রাথমিক দাম 14,999 টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo