NOKIA 8.2 , NOKIA 2.3 আর NOKIA 5.2 আজকে এক সঙ্গে লঞ্চ হতে পারে

NOKIA 8.2 , NOKIA 2.3 আর NOKIA 5.2 আজকে এক সঙ্গে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Nokia 8.2 ফোন বিষয়ে আজ জানা যাবে

আজকে নোকিয়ার তিনটি ফোন লঞ্চ করা হবে

নোকিয়া আজকে ইজিপ্টের কায়েরোতে একটি ইভেন্ট করবে। আর কোম্পানি আজকে এই ইভেন্টে Nokia 8.2 লঞ্চ করতে পারে। আর কোম্পানি তাদের লঞ্চ ইভেন্টের জন্য টুইটারে একটি একটি ভিডিও টিজার পোস্ট করেছে। আর আশা করা হচ্ছে যে এই ইভেন্টে Nokia 2.3, Nokia 5.2আর  Nokia 8.2 লঞ্চ করা হবে।

ইভেন্টের লাইভ স্ট্রিমিং অফিসিয়াল Nokia Mobile YouTube চ্যানেলে চলবে আর এই ইভেন্ট ভারতীয় সময় রাত 10.30 য়ে শুরু হবে। আর নিচের লিঙ্ক থেকে আপনারা এই ফোনের লাইভ স্ট্রিম দেখতে পারবেন।

গত বছর 5 ডিসেম্বর Nokia 8.1 লঞ্চ করা হয়েছিল তা আশা করা হচ্ছে যে আজকে এর পরের ফোন মানে Nokia 8.2 লঞ্চ করা হবে। আর Nokia 8.2 ফোনের 5G ভেরিয়েন্ট লঞ্চ করা বে। আর আশা করা হচ্ছে যে Nokia 8.2 ফোনে আপনারা 64MP র প্রাইমারি ক্যামেরা আর 32MP র সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনটি ওয়াটারপ্রুফ আর ওয়ারলেস চার্জ সাপোর্ট হবে না বলা হচ্ছে। আর কিছু লিক অনুসারে Nokia 8.2 ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 700 সিরিজের সঙ্গে 8Gb র‍্যাম আর 256Gb স্টোরেজ পাবেন।

কোম্পানি তাদের ইভেন্টে Nokia 5.2 আর Nokia 2.3  ও লঞ্চ ক্রফবে। আর NPU য়ের একটি রিপোর্ট অনুসারে একটি Chilean store , Nokia 2.3 র চারকোল ব্বহেরিয়েন্ট বিষয়ে জানিয়েছে আর এর দাম CLP($) 97,378 $119 (প্রায় 8,500টাকা) হতে পারে। আর এখনও পর্যন্ত হারতে এই ডিভাইসের লঞ্চ বিষয়ে কিছু জানা জায়নি। HDM গ্লোবাল ভারতে Nokia 2.2র দাম 5,999 টাকা ,করেছে আর এর থেকে অনুমান করা হচ্ছে যে এই নতুন নোকিয়া ফোন তাড়াতাড়ি ভারতে আসতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo