Price Cut: OPPO Reno 11 Pro 5G ফোন হল সস্তা, 12GB RAM এবং Dimensity 8200 প্রসেসর সহ ফোনের নতুন দাম জানেন কত?

Price Cut: OPPO Reno 11 Pro 5G ফোন হল সস্তা, 12GB RAM এবং Dimensity 8200 প্রসেসর সহ ফোনের নতুন দাম জানেন কত?
HIGHLIGHTS

Oppo চলতি বছরের জানুয়ারি মাসে তার Reno 11 Series এর স্মার্টফোন নিয়ে এসেছিল

ই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন OPPO Reno 11 এবং OPPO Reno 11 Pro 5G লঞ্চ করা হয়েছে

ওপ্পো রেনো ১১ প্রো ফোনটি 2000 টাকা সস্তায় কেনা যাবে

Oppo চলতি বছরের জানুয়ারি মাসে তার Reno 11 Series এর স্মার্টফোন নিয়ে এসেছিল। এই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন OPPO Reno 11 এবং OPPO Reno 11 Pro 5G লঞ্চ করা হয়েছে। এখন এই দুটি ফোনের মধ্যে প্রো মডেলের দাম কমিয়ে দিয়েছে। ওপ্পো রেনো ১১ প্রো ফোনটি 2000 টাকা সস্তায় কেনা যাবে।

আপনি যদি ওপ্পো রেনো সিরিজের এই ফোনটি কিনবেন ভাবছেন, তবে এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তা হল এই ফোন।

আরও পড়ুন: Realme GT Neo 6: এই দিন লঞ্চ হবে রিয়েলমির নতুন স্মার্টফোন, শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ থাকবে আর কোন ফিচার, জানুন

OPPO Reno 11 Pro 5G ফোনের নতুন দাম

রেনো ১১ প্রো ৫জি ফোনটি 39,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। তবে এখন এতে 2000 টাকা কমিয়ে দিয়েছে কোম্পানি। দাম কম হওয়ার পর ফোনটি 37,999 টাকায় বিক্রি হচ্ছে।

দাম কম হওয়ার পাশাপাশি, ওপ্পো তার অফিসিয়াল সাইটে Federal Bank, ICICI Bank, Bank of Baroda, OneCard, IDFC First Bank এবং State Bank of India কার্ড পেমেন্টে 10 শতাংশ (4000 টাকা) পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় অফার করছে।

Oppo Reno 11 Pro 5G Price cut in india
রেনো ১১ প্রো ৫জি ফোনটি 39,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল

এছাড়া আপনি যদি ই-কমার্স সাইট Flipkart থেকে এই ফোনটি কেনেন তবে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

স্মার্টফোনের বিক্রি ওপ্পোর অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে করা হচ্ছে।

ওপ্পো রেনো ১১ প্রো ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে হিসেবে রেনো ১১ প্রো ৫জি ফোনে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট কাজ করে।

প্রসেসর হিসেবে এতে MediaTek Dimensity 8200 চিপসেট দেওয়া।

RAM এবং স্টোরেজের জন্য এতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB স্টোরেজ দেওয়া।

ক্যামেরা হিসেবে এতে OIS সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। এতে 50MP+32MP+8MP লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP Sony IMX709 ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি ক্ষমতা হিসেবে এতে 4700mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: BSNL New Plans: বিএসএনএল আনল 320 জিবি ডেটা সহ প্রিপেইড রিচার্জ প্ল্যান, 160 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo