আপডেটের পরে এবার ONEPLUS 7 য়ের ছবির কোয়ালিটি ভাল হবে

আপডেটের পরে এবার ONEPLUS 7 য়ের ছবির কোয়ালিটি ভাল হবে
HIGHLIGHTS

OnePlus 7 অক্সিজেন 9.5.6 য়ের মাধ্যমে আপডেট হল

ফোনটি জুনের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সঙ্গে আপডেট হল

এবার বেশ কিছু বাগ ফিক্স হবে

সম্প্রতি OnePlus 7 ফোনটি আপডেট করা হায়েছে আর এই আপডেট জুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত। আর কোম্পানি এবার এর আগে এই ফোনের ক্যামেরা আপডেট করেছে। আর এই আপডেটের পরে এবার OnePlus 7 য়ের ফটো কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে।

OnePlus 7 সফটোয়্যার আপডেটের পরে এবার ক্যামেরা আরও উন্নত হয়েছে। আর আপনাদের বলে রাখি যে প্রাথমিক ভাবে OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনের ক্যামেরা অপ্টিমাইজেশানের সমস্যায় ছিল। আর এবার সেই জন্য সময়ে সমইয়ে OnePlus বিষয়ে ইনপ্রুভমেন্টের জন্য আপডেট দেওয়া শুরু হয়েছে। আর ভারতে এই ডিভাইসের প্রাথমিক দাম 32,999 টাকা।

OnePlus 7 অক্সিজেন অপারেটিং সিস্টেম 9.5.6 আপডেট পেয়েছে আর কোম্পানি এর মধ্যে এটি ইউজার্সদের ব্যাচ বাই ব্যাচ দিচ্ছে। আর চেনলগ অনুসারে OnePus 7 ফোনই লেটেস্ট আপডেট 2019 সালের জুন মাসের পেয়েছে সেখানে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাসেমি. ভাল অডিও কোয়ালিটি, অপ্টিমাইজ ফটো কোয়ালিটি আর অটোমেটিক ব্রাইটনেশের জন্য অপ্টিমাইজেশান সেন্সটিভিটির সঙ্গে দিচ্ছে। আর কোম্পানি এই আপডেটের সঙ্গে OnePlus 7 য়ের সঙ্গে যুক্ত বেশ কিছু বাগও ফিক্স করেছে।

আপনাদের এও বলে রাখি যে এর আগের অক্সিজেন OS 9.5.5 আপডেটের সঙ্গে ডিভাইসে ক্যামেরা ইম্প্রুভমেন্ট(কন্ট্রাস্ট আর কালার পার্ফর্মেন্স) য়ে কাজ করা হয়েছে। আর এবার নাইটএফেক্ট কালার আর ব্রাইটনেশ উন্নত করা হয়েছে।

OnePlus 7 য়ের স্পেক্স

OnePlus 7 ফোনটিতে আপনারা OnePlus 6T র মতন একটি ওয়াটার ড্রপ নচ দেখতে পারবেন আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 দেওয়া হয়েছে। আর এই ফোনে 6.2 ইঞ্চির ফুল HD+ 60Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা পাবেন যার মধ্যে একটি 48MP আর একটি 5MP র ক্যামেরা। আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে আর এই ফোনে 3700mAh য়ের ব্যাটারি আছে আর আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo