Samsung Galaxy Watch 5 series দাম কত হবে ভারতে জানেন? প্রি-বুকিং কবে থেকে শুরু হচ্ছে?

HIGHLIGHTS

ভারতের বাজারে এসে গেল স্যামসাং গ্যালাক্সির দুটি ব্র্যান্ড নিউ স্মার্টওয়াচ

এই স্মার্টওয়াচ দুটি হল স্যামস্যাং গ্যালাক্সি ওয়াচ 5 এবং 5 প্রো

এই স্মার্টওয়াচ দুটির দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে

Samsung Galaxy Watch 5 series দাম কত হবে ভারতে জানেন? প্রি-বুকিং কবে থেকে শুরু হচ্ছে?

Samsung Foldable phone এবং Samsung Galaxy Watch 5 সিরিজ একই সঙ্গে একই দিনে লঞ্চ হয়েছে। এই সিরিজে দুটি ঘড়ি লঞ্চ হয়েছে, একটি হচ্ছে Samsung Galaxy Watch 5, আরেকটি হচ্ছে Samsung Galaxy Watch 5 Pro। দুটি ঘড়ির দাম কত হবে সেটা জানা গিয়েছে। আগামী সপ্তাহের 16 আগস্ট থেকে এই ঘড়ি দুটির প্রি বুকিং শুরু হচ্ছে। Samsung Galaxy Unpacked Event-এই Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4 এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি বাডস 2 প্রো, এবং Samsung Galaxy Watch 5 সিরিজ লঞ্চ করেছে। অ্যাপেল ওয়াচ সিরিজ 7 (Apple watch series 7) এর সঙ্গে রীতিমত পাল্লা দেবে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 সিরিজ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ঘড়ি দুটোর দাম কেমন হবে ভারতে? 

জানা গিয়েছে Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভারতের সমস্ত অনলাইন এবং অফালাইন রিটেল স্টোর থেকে এই স্মার্টওয়াচ দুটো কেনা যাবে। একদিকে Samsung Galaxy Watch 5 এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা, অন্যদিকে Samsung Galaxy Watch 5 Pro এর দাম শুরু হচ্ছে 44,999 টাকা।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 যা ব্লুটুথ ওনলি 40mm মডেল সেটার দাম হচ্ছে 27,999 টাকা। এছাড়া এটার একটা LTE ভার্সন আছে, সেটার দাম হচ্ছে 32,999 টাকা। আর ব্লুটুথ ওনলি 44mm ভার্সনের দাম হচ্ছে 30,999 টাকা, আর তারই LTE ভার্সন হচ্ছে 35,999 টাকা। 
Samsung Galaxy Watch 5 Pro 45mm ব্লুটুথ ওনলি ভার্সন এর দাম হচ্ছে 44,999 টাকা আর তার LTE ভার্সন এর দাম হচ্ছে 49,999 টাকা।

Samsung galaxy watch 5 series

Samsung Galaxy Watch 5 40mm ভ্যারিয়েন্টটি চারটি রঙে কেনা যাবে, গ্রাফাইট, পিঙ্ক, গোল্ড, এবং সিলভার রঙে মিলবে। আর 44mm ভ্যারিয়েন্টটি তিনটি রঙে পাওয়া যাবে- গ্রাফাইট, স্যাফায়ার এবং সিলভার। গ্রাহকরা এই ফোনটি কিনলে লঞ্চ প্রাইজে 3000 টাকা ছাড় পাবেন সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর। এই ঘড়িটিতে আছে IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট এবং ওয়াটার রেসিসটেন্স।

Samsung Galaxy Watch 5 Pro কিনলে সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 5000 টাকা অবধি ছাড় পাওয়া যাবে। এটি দুটো রঙে উপলব্ধ, ব্ল্যাক টাইটেনিয়াম এবং গ্রে টাইটেনিয়াম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo