HIGHLIGHTS
Redmi Watch 2 ডিভাইস চিনের টেক মার্কেটে হাজির হয়েছে
এই স্মার্টওয়াচ চিনে লঞ্চ উপলক্ষে কেনা যাচ্ছে CNY 349 বা 4,000 টাকার আশেপাশে
এই ডিভাইস Redmi Watch মডেলের সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচ
Xiaomi ব্র্যান্ড চিনের টেক মার্কেটে লঞ্চ করেছে Redmi Watch 2 ডিভাইস। এই ডিভাইসের সঙ্গে চিনে লঞ্চ করেছে Redmi Note 11 সিরিজ। Redmi Watch ডিভাইসের প্রথম জেনারেশন মডেল কিছুদিন আগে লঞ্চ করেছে। Redmi Watch 2 ডিভাইসে রয়েছে আরও বড়ো মাপের ডিসপ্লে। পাওয়া যাবে অনেক নতুন কালার অপশনের সাথে। আসুন জেনে নেওয়া যাক এই নতুন লঞ্চ হওয়া স্মার্টওয়াচ সম্পর্কে আরও বিস্তারিত-
SurveyRedmi Watch 2 ডিভাইসের চিনের মার্কেটে দাম রয়েছে CNY 399। যা ভারতীয় টাকায় মোটামুটি 4,700 টাকা মতন। তবে লঞ্চ উপলক্ষে এখন এই রেডমি ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ চিনে কেনা যাবে CNY 349 বা 4,000 টাকার আশেপাশে।
Redmi Watch 2 ডিভাইস পাওয়া যাবে তিনটি কালার অপশনে- নীল, সাদা এবং কালো। এই স্মার্টওয়াচের প্রি- অর্ডার চিনে শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই।