IPX রেটিং নিয়ে দেশে এল Redmi Buds 4 Active TWS Earbuds, এক চার্জে চলবে 30 ঘণ্টা! দাম কত?

IPX রেটিং নিয়ে দেশে এল Redmi Buds 4 Active TWS Earbuds, এক চার্জে চলবে 30 ঘণ্টা! দাম কত?
HIGHLIGHTS

Xiaomi -এর তরফে লঞ্চ করা হল Redmi Buds 4 Active TWS Earbuds

এই ইয়ারবাডসে আছে IPX4 রেটিং

এটির দাম 1,399 টাকা রাখা হয়েছে

Xiaomi -এর তরফে মঙ্গলবার Redmi Buds 4 Active TWS Earbuds লঞ্চ করা হল দেশে। এই Redmi Buds 4 Active TWS Earbuds -এ ব্যবহারকারীরা উন্নত bass, অ্যাকৌস্টিক অভিজ্ঞতা পাবেন 12 mm ডায়নামিক ড্রাইভারের সঙ্গে। এখানে ফাইন টিউন স্টিরিও আছে।

এছাড়া পরিবেশগত নয়েজ ক্যানসেল করার সুবিধাও পাওয়া যাবে এখানে। চার্জিং কেস সহ এক চার্জ এই ইয়ারবাডস 30 ঘণ্টা প্লেব্যাক টাইম দিতে সক্ষম। এখানে ফাস্ট চার্জিং -এর সুবিধা পাওয়া যাবে, সঙ্গে টাচ কন্ট্রোলের সুবিধা, Google -এর সঙ্গে দ্রুত পেয়ার করার মতো একাধিক সুবিধাও পাওয়া যাবে এখানে। এছাড়া ব্লুটুথ -এর সুবিধা সহ IPX4 রেটিং আছে এখানে। 

কত দাম রাখা হয়েছে এটির? 

ভারতে Xiaomi -এর তরফে Redmi Buds 4 Active TWS Earbuds -এর দাম 1,399 টাকা রাখা হয়েছে। তবে এখন এখানে লঞ্চ অফার উপলব্ধ আছে। এখন কেউ এই যন্ত্র কিনলে সেটা মাত্র 1,199 টাকায় কেনা যাবে। আগামী 20 জুন থেকে এটির বিক্রি শুরু হবে, আর এই ছাড় মিলবে 23 জুন পর্যন্ত। 

যাঁরা এই Earbuds কিনতে চান তাঁরা একাধিক প্ল্যাটফর্ম থেকে এটিকে কিনতে পারবেন। যেমন, Xiaomi India ওয়েবসাইট সহ Amazon, Xiaomi -এর রিটেল স্টোর, ইত্যাদি। এটি দুটো রঙে কেনা যাবে, এয়ার হোয়াইট এবং বাস ব্ল্যাক। 

আরও পড়ুন: MacBook Air 15 -এর বিক্রি শুরু, বাজিমাত করছে এর সব থেকে বড় স্ক্রিন!

এখানে কী কী ফিচার আছে? 

1. এখানে 12 mm ডায়নামিক ড্রাইভার আছে। উন্নত স্টিরিও অভিজ্ঞতা পাওয়া যাবে এই Earbuds- এ। 

Redmi Buds 4 Active TWS Earbuds

2. এখানে পরিবেশগত নয়েজ ক্যানসেলেশন টেকনোলজি সহ ভালো করে গান শোনার অভিজ্ঞতা এবং ব্যাকগ্র্যান্ড শব্দ কমানোর সুবিধা পাওয়া যাবে। এছাড়া ফোন এলে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সেটার বিশেষ ব্যবস্থা করা হয়েছে এখানে।

3. চার্জিং কেস সহ এখানে মোট 30 ঘণ্টার প্লেব্যাক টাইম মিলবে। যদিও এই Earbuds -এর গ্লোবাল ভ্যারিয়েন্ট এ এক চার্জে 28 ঘণ্টার প্লেব্যাক টাইম মেলে। এক চার্জে এই Earbuds -গুলো 5 ঘণ্টার প্লেব্যাক টাইম দেয়। 

আরও পড়ুন: Apple Days Sale চালু, বাম্পার ছাড় iPhone 14, iPhone 14 Pro, সহ একাধিক ফোনে, দেখুন ডিল

4. এখানে USB টাইপ সি পোর্ট চার্জ আছে যার সাহায্যে দ্রুত চার্জ দেওয়া সম্ভব। মাত্র 10 মিনিটে এই Earbuds চার্জ দেওয়া সম্ভব। এই 10 মিনিটের চার্জে 110 মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে। 

5. এছাড়া এটাকে নিয়ন্ত্রন করার জন্য টাচ কন্ট্রোলের সুবিধা আছে। যেমন টাচ কন্ট্রোলের সাহায্যে কল ধরা বা কাটার সুবিধা সহ গান চালানো বন্ধ করাও যাবে। গান বদলাতে চাইলে সেটাও পারবেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo