REALME ব্যান্ডের আজকে অ্যামাজনে প্রথম ফ্ল্যাশ সেল

HIGHLIGHTS

আজকে রিয়েলমি ব্যান্ডটি অ্যামাজনে কেনা যাবে

এই ব্যান্ডের ফ্ল্যাশ সেল 12 টার সময়ে শুরু হবে

এর দাম 1499 টাকা

REALME ব্যান্ডের আজকে অ্যামাজনে প্রথম ফ্ল্যাশ সেল

ভারতে রিয়েলমি তাদের দুটি ফোনের সঙ্গে সঙ্গে আজকে Realme ব্যান্ডের সেল শুরু হচ্ছে। আর এই ব্যান্ডটি আপনারা আজকে অ্যামাজন থেকে দুপুর 12টার সময়ে কিনতে পারবেন। এই ব্যান্ডের দাম 1499 টাকা রাখা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Band য়ে 2.4cm য়ের বড় কালার ডিসপ্লে আছে যা 65000 র বেশি কালার সাপোর্ট করে। আর এই ব্যান্ডটি 5টি স্টাইলিশ ডায়ালার ফেসের সঙ্গে অ্যাড করা হয়েছে।

আর এর সঙ্গে এই স্মার্টব্যান্ডে 9 স্টেপ মোড যুক্ত আর এতে যোগা, রানিং, ওয়াকিং, ফিটনেস, ক্রিকেট, হাইকিং, স্পিনিং, ক্লাইম্বিং আর বাইক আছে। আর এই ডিভাইসে রিয়েল টাইম হার্ট মনিটার, স্লিপ কোয়ালিটিও আছে।

আর আপনাদের এর সঙ্গে এও বলে রাখি যে এই ব্যান্ডে কোন সোশাল মিডিয়া অ্যাপের ইন্টিগ্রেশান আছে আর এর মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টুইটার আছে আর এই ডিভাইসে স্মার্ট নোটিফিকেশান ফিচারও দেওয়া হয়েছে।

এই ব্যান্ডটি ইউনিক করার জন্য কোম্পানি এতে USB ডায়রেক্টার চার্জ সিস্টেম দিয়েছে আর এটি আপনারা আলদাআ চার্জার ক্যারী করা দরকার নেই। আর এই ডিভাইসটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স বানানোর জন্য IP68 সার্টিফিকেশান দেবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo