ফ্লিপকার্টে HONOR BAND 5 টিজ করা হয়েছে

HIGHLIGHTS

হনার ব্যান্ড 5 কোম্পানির লেটেস্ট ফিটনেস ব্যান্ড

ফ্লিপকার্টে বিক্রি করা হতে পারে

ফ্লিপকার্টে HONOR BAND 5 টিজ করা হয়েছে

হনারের লেটেস্ট ফিটনেস ব্যান্ড Honor Band 5 টি তাড়াতাড়ি ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। আর কোম্পানি এর আগে এই বিষয় জানিয়েছে। সম্প্রতি ফ্লিপকার্টে এই ফিটনেস ব্যান্ডটি নিয়ে একটি টিজার দেখা গেছে। আর আশা করা হচ্ছে যে এই ব্যান্ডটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Honor Band 5 য়ের দাম

কোম্পানি গত মাসে চিনে এই ব্যান্ডটি লঞ্চ করেছিল। আর এবার এটি ভারতে আসতে চলেছে। Honor Band 5 ভারতে কি দামে কেনা যাবে এখনও তা জানা জায়নি কোম্পানি ও এই বিষয়ে কিছু জানান নি।

এমনিতে এই Honor Band 5 য়ের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটি চিনে CNY 189 মানে প্রায় 1,800 টাকায় আর NFC ভেরিয়েন্টটি CNY 219 মানে প্রায় 2100 টাকায় এসেছে। আর ভারতে এই ব্যান্ডটি এই দামের মধ্যেই আসবে বলে মনে করা হচ্ছে।

আর এর বৈশিষ্ট্যর কথা যদি বলি তবে বলতে হয় যে এটি কালার ডিসপ্লে প্যানেল 5ATM য়ের সঙ্গে আসবে। আর এতে গ্রাহকরা আলাদা আলদা 10টি অ্যাক্টিভ স্পোর্টস মোড পাবেন। আর এটি একটি স্টাইলশ ওয়াচ হিসাবে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo