Fire Boltt একসঙ্গে তিনটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এল দেশে, দাম 3,000-এর কম!

Fire Boltt একসঙ্গে তিনটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এল দেশে, দাম 3,000-এর কম!
HIGHLIGHTS

Fire Boltt -এর তরফে একসঙ্গে তিনটি ঘড়ির কথা ঘোষণা করা হল দেশে

এই তিনটি ঘড়ি হল Saturn, Talk 3, এবং Ninja Fit

এই ঘড়িগুলোর দাম রাখা হয়েছে 3,000 টাকার মধ্যেই

ভারতের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত স্মার্টওয়াচ ব্র্যান্ড হল Fire Boltt। এবার এইবার এই সংস্থার তরফে তিনটি নতুন স্মার্টওয়াচের কথা ঘোষণা করা হল। কিন্তু এই স্মার্টওয়াচগুলো মূলত আনা হল অফলাইন বাজারের জন্যই। এই তিনটি স্মার্টওয়াচের নাম হল Saturn, Talk 3 এবং Ninja Fit। এখানে যেমন দুর্দান্ত ডিজাইন মিলবে তেমনই থাকবে দারুন সব ফিচার। ফলে সমস্ত বয়সী গ্রাহকরা এটিকে পরতে পারবেন। এই ঘড়ি তিনটের দাম খুব বেশি রাখা হয়নি। যথাক্রমে ঘড়ি তিনটের দাম হল 3,999 টাকা, 2,199 টাকা এবং 1,299 টাকা। গ্রাহকরা এই ঘড়িগুলোকে ভারতের 750 টির বেশী শহর থেকে কিনতে পারবেন বলে জানা গিয়েছে। এগুলো সমস্ত ট্রেড আউটলেটে উপলব্ধ থাকবে। এর মধ্যে আছে ক্রোমা, রিলায়েন্স, বিজয় সেলস সহ বিখ্যাত রিজিওনাল রিটেলার্স যেমন পূর্ভিকা, সঙ্গীতা থেকেও কেনা যাবে। 

 Fire Boltt Saturn

এই ঘড়িতে 1.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ একটি স্কোয়ার ডায়াল। এখানে আছে 368X448 পিক্সেলের রেজোলিউশন। ফলে এই দুর্দান্ত স্ক্রিন আপনাকে একটি পাওয়ারফুল লুক দেবে। এছাড়া আছে বিল্ট ইন মাইক এবং স্পিকারের সুবিধা। এর সাহায্যে আপনার ফোনে কথা বলার ভাল অভিজ্ঞতা অর্জন হবে। 110টির বেশি স্পোর্টস মোড আছে এখানে, সঙ্গে আছে দারুন একটি হেলথ স্যুট এবং গেম খেলার সুবিধা, ক্যালকুলেটর, ইত্যাদি। IP 67 ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা মিলবে এখানে। ফলে জল বা ঘাম লাগলেও অসুবিধা হবে না। গ্রাহকরা ঘড়িটি 5টি রঙে কিনতে পারবেন, কালো, নীল, গোলাপী, গ্রে, সিলভার এবং গোল্ড ব্ল্যাক। 

Fire Boltt Talk 3

এই ঘড়িতে আছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা সহ 1.28 ইঞ্চির একটি HD Full টাচ ডিসপ্লে। এখানে 240X240 পিক্সেলের রেজোলিউশন মিলবে। ঘড়িটি ভীষণই হালকা। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ঘড়ি। মেটাল টেক্সচার আছে এই ঘড়িতে। 123টি স্পোর্টস মোড আছে এখানে। ফলে আপনি শরীরচর্চা করতে বা খেলাধুলা করতে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার এই ঘড়িটি পছন্দ হবে। এখানেও IP 67 রেটিং আছে, অর্থাৎ এটি ওয়াটার এবং সোয়েট প্রুফ। গ্রাহকরা এই ঘড়িটি কালো, নীল, সবুজ, সিলভার, গোলাপী, ইত্যাদি রঙে উপলব্ধ আছে। 

Fire Boltt 3 Smartwache for offline store

Fire Boltt Ninja Fit

এই ঘড়িতে 123টি স্পোর্টস মোড আছে। সঙ্গে মিলবে  1.69 ইঞ্চির Full টাচ HD ডিসপ্লে। IP 68 রেটিং আছে এই ঘড়িতে। অর্থাৎ এখানে যতই জল লাগুক কোনও অসুবিধা হবে না। একাধিক ওয়াচ ফেস মিলবে এখানে। গ্রাহকরা এটিকে কালো, নীল, সিলভার, গোলাপী, লাল, ইত্যাদি রঙে কিনতে পারবেন। 

আগামী 29 জানুয়ারি থেকে এই স্মার্টওয়াচ গুলো দেশের অফলাইন দোকানে উপলব্ধ হচ্ছে কেনাকাটার জন্য। এখানে SPO2 মনিটর, হার্ট রেট ট্র্যাকার, স্লিপ ট্র্যাকার, ইত্যাদির সুবিধা মিলবে। ঘড়ি গুলো প্রসঙ্গে এই সংস্থার প্রতিষ্ঠাতা আয়ুশি কিশোর জানান যে এগুলো তাঁরা অফলাইন স্টোরের জন্যই কেবল মাত্র এনেছেন। আঞ্চলিক গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য এই তিনটি ঘড়ি Fire Boltt লঞ্চ করল বলেই জানান তিনি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo