Vu লঞ্চ করল ডিজাইনার 4K Smart TV, Dolby Vision সহ বাড়িতেই মিলবে থিয়েটারের মজা, জানুন দাম

Vu লঞ্চ করল ডিজাইনার 4K Smart TV, Dolby Vision সহ বাড়িতেই মিলবে থিয়েটারের মজা, জানুন দাম

Vu ভারতে নতুন Vibe DV TV লাইনআপ লঞ্চ করা হয়েছে। কোম্পানির লেটেস্ট 4K QLED TV-টি ভারতে 43-ইঞ্চি, 50-ইঞ্চি, 55-ইঞ্চি, 65-ইঞ্চি এবং 75-ইঞ্চির সাইজে আনা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই টিভি 400 নিটস ব্রাইটনেস সহ A+ গ্রেড প্যানেল, পিকচার, অপস্কেলিং সাপোর্ট সহ VuOn AI প্রসেসর, ওয়াই-ফাই রিমোট মতো ফিচার অফার করেছে। এই টিভিতে Dolby Vision, Dolby Atmos, এবং Google TV OS সাপোর্ট পাওয়া যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vu Vibe DV TV এর দাম কত

ভিউ এর 43-Vu ইঞ্চির সহ Vu Vibe DV মডেলের দাম 26,999 টাকা থেকে শুরু হয়। এই টিভি Amazon এবং বাকি রিটেল স্টোর থেকে কেনা যাবে। টিভির প্রিবুকিং 24 জুন থেকে শুরু হয় গেছে।

আরও পড়ুন: 9499 টাকায় কিনুন সবচেয়ে সস্তা 6000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা সহ শকপ্রুফ iQOO 5G স্মার্টফোন

Amazon সাইটে 1 জুলাই থেকে টিভির সেল শুরু হবে। এতে 65-ইঞ্চির মডেলের বিক্রি 7 জুলাই থেকে শুরু হবে।

ভিউ টিভির স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিউর লেটেস্ট স্মার্ট টিভি বিল্ট ইন সাউন্ডবার সহ লঞ্চ করা হয়েছে। এটি বাড়িতে বসেই থিয়েটারের অভিজ্ঞা দেয়। এই টিভি সিঙ্গেল কেবল অপারেশন সাপোর্ট করে। এতে স্লিম বেজেল পাওয়া যাবে। ভিউর লেটেস্ট টিভি আলাদা-আলাদা সাইজে আসে- এতে 4K QLED প্যানেল, 400 নিটস ব্রাইটনেস, পেনটোন কালার সাপোর্ট, ফিল্মেকর ইন্টেট এবং HDR10 এবং ডলবি ভিসন সাপোর্ট পাওয়া যাবে।

এই টিভিতে ডলবি এটমস এর উপর ভিত্তিতে 88W স্পিকার পাওয়া যাবে। এই টিভি Dolby Digital Plus সাপোর্ট সহ AQ এডজেস্টমেন্ট টেকনোলজি এবং আলাদা-আলাদা সাউন্ড মোড সাপোর্ট করে।

আরও পড়ুন: Vivo T4 Lite 5G vs Oppo K13x 5G: 12 হাজার টাকার কম দামে কোন ৫জি ফোনটি হবে সেরা বিকল্প

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo