30 হাজার টাকার কম দামে বড় 55 ইঞ্চি ডিসপ্লে সহ 4K Ultra Smart LED Smart TV

HIGHLIGHTS

Amazon Great Summer Sale 2025, যেখানে বিভিন্ন দামের Smart TV তে দুর্দান্ত ছাড় অফার হচ্ছে

এই তালিকায় রয়েছে Sony, LG, Samsung, TCL, Hisense মতো আরও কোম্পানি

কম দাম থেকে বেশি দাম সমস্ত স্মার্ট টিভিতে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে অ্যামাজন গ্রেট সামার সেলে

30 হাজার টাকার কম দামে বড় 55 ইঞ্চি ডিসপ্লে সহ 4K Ultra Smart LED Smart TV

Amazon সাইটে চলছে Great Summer Sale 2025, যেখানে বিভিন্ন দামের Smart TV তে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। কম দাম থেকে বেশি দাম সমস্ত স্মার্ট টিভিতে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে অ্যামাজন গ্রেট সামার সেলে। এই তালিকায় রয়েছে Sony, LG, Samsung, TCL, Hisense মতো আরও কোম্পানি। আসুন দেখে নেওয়া যাক সেরা 5টি ডিল কোনগুলি।

Sony BRAVIA 3 Series 55 inches 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B

সোনি কোম্পানির এই টিভিটি 74,990 টাকা দামে লিস্ট করা হচ্ছে। এই টিভির আসল দাম 1,29,900 টাকা। শুধু তাই নয়, কোম্পানি এই টিভিতে 3000 টাকার কুপন ছাড় অফার করছে।

আরও পড়ুন: Air Cooler Cooling Tips: সামান্য এই 2 জিনিস দিলেই কেল্লা ফতে, পুরনো Cooler দেবে AC এর মতো ঠান্ডা হাওয়া

Sony BRAVIA 3 Series Smart TV

LG 55 inches 4K Ultra HD Smart LED TV 55UR7500PSC (Dark Iron Gray)

এলজি কোম্পানির এই টিভি অ্যামাজন গ্রেট সামার সেলে 40,990 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এটির আসল দাম 71,990 টাকা। যার মানে এতে 43 শতাংশ ছাড় অফার করা হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি এতে 1500 টাকার কুপন ছাড়ও দিচ্ছে। যার পরে এটি 38 হাজার টাকার খরচে কেনা যাবে। এখানেই শেষ নয়, এই টিভিতে 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে।

Vu 55 inches Vibe Series QLED 4K Google TV 55VIBE24 (Black)

55-ইঞ্চির ভিউর এই টিভি মাত্র 34,990 টাকায় কেনা যাবে। কোম্পানি এতে 1250 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। যার পরে এই টিভি আরও সস্তায় কেনা যাবে।

Samsung 43 inches Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV UA43UE86AFULXL

গ্রেট সামার সেলে স্যামসাং কোম্পানির 43-ইঞ্চির এই টিভি মাত্র 34,439 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোম্পানি এতে কিছু ব্যাঙ্ক কার্ডে অফারও দিচ্ছে।

Acer 55 inches G Plus Series 4K Ultra HD LED Smart Google TV

এসার কোম্পানির 55-ইঞ্চির এই টিভি মাত্র 29,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই টিভির আসল দাম 73,999 টাকা। এতে 59 শতাংশ পর্যন্ত ছাড় অফার করছে অ্যামাজন।

আরও পড়ুন: Deal Alert: একধাপে 13 হাজার টাকা সস্তায় 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo