30 W স্পিকারের সঙ্গে ভারতে 13,999 টাকায় লঞ্চ হল মোটোরোলার টিভি

30 W স্পিকারের সঙ্গে ভারতে 13,999 টাকায় লঞ্চ হল মোটোরোলার টিভি
HIGHLIGHTS

মোটোরোলা স্মার্ট টিভি ডললি ভিশান, HDR 10 ও আরও অনেক কিছুর সঙ্গে এসেছে

মোটোরোলা স্মার্ট টিভি ফ্রন্ট ফায়ারিং ইন বিল্ড সাউন্ডবার অফার করে

এর প্রাথমিক দাম 13,999 টাকা

Moto E6s য়ের সঙ্গে মোটোরোলা তাদের স্মার্ট টিভি সিরিজও লঞ্চ করেছে। আর এর দাম ভারতে 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। আর এতে আছে 4K UHD রেজিলিউশান আর মিনিমান বেজেল। এটি MEMC প্রযুক্তির সঙ্গে এসেছে। এটি ফ্লিপকার্টে বিগ বিলিয়ান ডে সেলের সময়ে 29 সেপ্টেম্বর বিক্রি করা হবে।

মোটোরোলা স্মার্ট টিভিতে ডলবি ভিশান আছে আর আছে HDR 10, 117 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলও আরও অনেক কিছু। এই স্মার্ট টিভিতে 2.2GB র‍্যাম আর 16GB র ইন্টারনাল স্টোরেজ আছে। আর এটি কোয়াড কোর প্রসেসার যুক্ত আর এর সঙ্গে এতে মালি 450 GPU আছে। আর এর সঙ্গে এই মোটোরোলা টিভি ব্লুটুথ এনেবেল আর জয়েস্টিক সাপোর্ট করে।

এই মোটোরোলা স্মার্টটিভি ফ্রন্ট ফায়ারিং ইন বিল্ট সাউন্ডবার যুক্ত এজে কোম্পানি “amphisoundX.” বলেছে। আর এতে 30W স্পিকার আছে আর এটি ডলবি ভিশান, ডলবি অডিও আর DTS ট্রু সাউন্ড যুক্ত। আর এর সঙ্গে এতে 5.1 চ্যানেল হোম থিয়েটার আর দুটি স্পিকার সিস্টেম এনেবেল করা যায়। এই টিভিটি অ্যান্ড্রয়েড 9 পাই য়ের সঙ্গে এসেছে আর এটি গুগল অ্যাসিস্টেন্স আর প্লে স্টোর ও অন্যান্য জিনিস সাপোর্ট করে।

মোটোরোলা স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে আর এটি একটি 32ইঞ্চির ভেরিয়েন্ট। 43 ইঞ্চির FHD মডেলের দাম 24,999 টাকা। আর এর 43 ইঞ্চির UHD ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। টিভিটির 50 ইঞ্চির দাম 33,999 টাকা। আর এর 55 ইঞ্চির UHD স্মার্ট টেলিভিশানটি 39,999 টাকায় পাওয়া যাবে। আর এর সব থেকে বড় ভেরিয়েন্ট 65 ইচির যা 64,999 টাকায় কেনা যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo