Flipkart Big Saving Days: Thomson সবচেয়ে সস্তা দামে একের পর এক দুর্দান্ত প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানি টানা 3 বছর ধরে ভারতের অনলাইন বাজারে গ্রাহকদের সেরা চয়েজ হয় রয়েছে। Flipkart Sale-এ Thomson তার Smart Tv-র ওপর দুর্দান্ত ছাড় অফার করছে। 21 ডিসেম্বর পর্যন্ত চলবে Flipkart Big Saving Days Sale। বলে দি যে এই সেল আজ অর্থাৎ আজ থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয় গিয়েছে।