Amazon GIF sale: 20 হাজারের কম দামে 50 ইঞ্চির Smart TV, লিস্টে রয়েছে Philips, Xiaomi এরও স্মার্ট টিভি

Amazon GIF sale: 20 হাজারের কম দামে 50 ইঞ্চির Smart TV, লিস্টে রয়েছে Philips, Xiaomi এরও স্মার্ট টিভি

Amazon Great Indian Festival 2025 সেলের আজ দ্বিতীয় দিন। গ্রেট ইন্ডিয়ান সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, ইয়ারফোন, স্পিকার সহ বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। আপনি যদি পুজোর আগে বাড়িতে নতুন Smart TV নিয়ে আসতে চান তবে সেলে দারুন সুযোগ রয়েছে। আমরা এই খবরে 50inch Smart TV ডিল এর বিষয় বলবো যা অ্যামাজনে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই ডিল সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hisense 50 inches E63N Series 4K Ultra HD Smart Google LED TV 50E63N

হিসেন্স কোম্পানির 50 ইঞ্চির এই টিভি 23,999 টাকা দামে লিস্ট করা। তবে এই টিভির দাম 44,999 টাকা। এছাড়া কোম্পানি এতে 1000 টাকার কুপন ডিসকাউন্টও অফার করছে। যার পরে টিভির দাম কমে 22,999 টাকা হয় যাবে। এছাড়া আপনি যদি SBI কার্ড পেমেন্ট করেন তবে এতে 10 শতাংশ (1000 টাকা) ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: 120W চার্জিং সহ শক্তিশালী Realme 5G গেমিং স্মার্টফোনে 18000 টাকার অবিশ্বাস্য ছাড়, এই সাইটে মিলছে সবচেয়ে সস্তা

VW 50 inches Pro Series 4K Ultra HD Smart QLED Google TV VW50GQ1

গ্রেট ইন্ডিয়ান সেলে ভিডাব্লু কোম্পানির 50 ইঞ্চির এই টিভি 20,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এই টিভি 54,999 টাকা দামে লিস্ট করা। যার মানে এতে 62 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা SBI ডেবিট কার্ড পেমেন্টে 1500 টাকা ছাড় পেতে পারেন। যার পরে টিভির দাম আরও কমে 19,499 টাকা হয় যাবে।

Philips 50 inches 8100 Series 4K Ultra HD Smart QLED Google TV

অ্যামাজন সেলে আপনি মাত্র 23,499 টাকা দামে ফিলিপ্স 50- ইঞ্চি স্মার্ট QLED গুগল টিভি কিনতে পারবেন। SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড়ও পাওয়া যাবে।

Xiaomi 50 inches X Series 4K LED Smart Google TV L50MA-AUIN (Black)

অ্যামাজন সেল চলাকালীন শাওমি 50 ইঞ্চি X Series 4K LED স্মার্ট গুগল টিভির দাম মাত্র 24,499 টাকা দামে কেনা যাবে। এখানেও, আপনি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।

Acer 50 inch G Plus Series Smart Google TV

এসার কোম্পানির এই 50 ইঞ্চি স্মার্ট টিভি বর্তমানে অ্যামাজন সেলে 23,079 টাকায় পাওয়া যাচ্ছে। SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: 11 মাসের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি হাই -স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংও

Disclamer: এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo