ভোডাফোন নিয়ে এল নতুন অফার, দাম Rs. 244

HIGHLIGHTS

ভোডাফোনের এই অফারে ইউজার প্রতিদিন 1GB ডাটা পাবে

ভোডাফোন নিয়ে এল নতুন অফার, দাম Rs. 244

বাজারে একটি নতুন রিচার্জ কুপন নিয়ে এল ভোডাফোন (FRC)। এটির নাম দেওয়া হয়েছে FRC 244। এই প্ল্যানটি প্রিপেড গ্রাহকরা পাবেন। এই অফারের দাম Rs. 244 আর এতে 70 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোনের এই অফারে ইউজার্সরা প্রতিদিন 1GB 3G/4G ডাটা পাবে। এর সঙ্গে ইউজাররা ভোডাফোন নেটওয়ার্কের যেকোন নম্বরে আনলিমিটেড কল করতে পারবে। তবে এই অফারটি একবারই রিচার্জ করা যাবে। আর এই অফারটি শুধু নতুন ইউজার্সরাই পাবে। আগে থেকে যারা ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করেন তারা এই অফারটির সুযোগ পাবে না।

আরও ভাল ডিলস এখানে দেখুন

আপনাদের একটা কথা বলেদি যে প্রথমবার রিচার্জ করার পরে ইউজার্সরা 70 দিনের ভ্যালিডিটি পাবে, কিন্তু এর পরে দ্বিতীয় রিচার্জে ইউজার্সরা মত্র 35 দিনের ভ্যালিডিটি পাবে।

এছাড়া এও বলে রাখি যে, ভোডাফোন একটি Rs. 346 দামের প্ল্যান নিয়ে এসেছে। এটি 56 দিনের জন্য বৈধ। এতেও প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo