সামনেই দুর্গাপুজো। বাঙালির সবচাইতে বড়ো উৎসব উপলক্ষে ভোডাফোন- আইডিয়া টেলিকম সংস্থা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান। ভোডাফোন আইডিয়ার বিশেষ প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB বোনাস ডেটা। সঙ্গে মিলছে ফ্রী এসএমএস এবং সমস্ত Vi অ্যাপর সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড কল।
Survey
✅ Thank you for completing the survey!
219 টাকার ভোডাফোন আইডিয়া স্পেশ্যাল প্ল্যানের বেনিফিট পেতে হলে কোম্পানি দিয়েছে কিছু শর্ত। 219 টাকার Vi প্রিপেইড প্ল্যানের রিচারজ করাতে হবে Vi App বা ওয়েবসাইট থেকে। তবেই মিলবে বাড়তি ডেটার বেনিফিট। অন্য কোনো অনলাইন ব্যাঙ্কিং সাইট থেকে রিচারজ করালে কিন্তু মিলবে না ভোডাফোন আইডিয়া 219 টাকার স্পেশ্যাল প্ল্যানের অফার। আসুন দেখে নেওয়া যাক…
এই Vi প্রিপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলের সুবিধা।
এই প্ল্যানের মোট ভ্যালিডিটি 28 দিন।
এই প্ল্যানে ডেইলি 1GB ডেটা পাওয়া যায়। তবে Vi অ্যাপ বা ওয়েবসাইট থেকে রিচারজ করালে পাওয়া যাবে বাড়তি 2GB ডেটা।
অর্থাৎ 28 দিনে মিলবে মোট 30GB ডেটা।
এই প্ল্যানে পাওয়া যাবে 100 ফ্রি এসএমএস।
ভোডাফোন-আইডিয়া (Vi) ছাড়াও টেলিকম সংস্থা জিও (Jio) 219 টাকার বদলে 199 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করছে ইউজারদের। আসুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই প্রিপেইড প্ল্যানে-