20 টাকা আর 50 টাকার নতুন প্ল্যান আনল AIRTEL

20 টাকা আর 50 টাকার নতুন প্ল্যান আনল AIRTEL
HIGHLIGHTS

20 টাকার প্ল্যানে 14.95 টাকার টক টাইম পাওয়া যাচ্ছে

টক টাইমের কোন লিমিট নেই

এয়ারটেল তাদের প্রিপেট রিচার্জ প্ল্যানে 42% বারানোর পরে এবার প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। আর এই প্ল্যানে আজ থেকে এসে গেছে আর আনলিমিটেড ফ্রি অন নেট কলিং (এয়ারটেল টু এয়ারটেল) অফার করে। আর বাকি অপারেটারদের নাম্বারে কিছু লিমিটেড মিনিট দেওয়া হবে যা শেষ হলে গ্রাহকদের 6 পয়সা প্রতিমিনিটে চার্জ দিতে হবে।

নতুন রিচার্জ প্ল্যান 20 টাকা আর 50 টাকার। এর মধ্যে 20 টাকার প্ল্যানে 14.95 টাকার টক টাইম পাওয়া যাবে আর 50 টাকার রিচার্জ প্ল্যানে 39.37 টাকার টক টাইম পাওয়া যাবে। আর এই প্ল্যানের পরিষেবার কোন বৈধতার সময় দেওয়া হবে না মানে এই প্ল্যানে আপনার টক টাইম নাম্বারের পরিষেবা অ্যাক্টিভেট করা যাবে।

আর এর সঙ্গে 10 টাকার রিচার্জ প্ল্যানে 7.47 টাকার টক টাইম পাওয়া যাবে আর 100টাকাতে 81.75 টাকা 500 টাকায় 423.73 টাকা আর 1000 টাকায় 5000 টাকাতে যথাক্রমে 847.46 আর 4237.29 টাকার টক টাইম পাওয়া যাচ্ছে।

ভারতী এয়ারটেলের কাছে 28 দিনের বৈধতা যুক্ত মোট পাঁচটি প্রিপেড প্ল্যান আছে। আর 100টাকার মধ্যে দুটি প্ল্যান আছে যার দাম 49 টাকা আর 79 টাকা 49 টাকার বেসিক প্ল্যানে আপনারা 38.52 টাকার টকটাইম আর 100MB ডাটা পাবেন আর সেখানে 79 টাকার প্ল্যানে 200MB ডাটার সঙ্গে 63.95 টাকার টকটাইম আছে। আর দুটি প্ল্যানেই 28 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।

18 দিনের বৈধতা যুক্ত অন্য এয়ারটেল প্ল্যান হিসাবে আমাদের কাছে 148 টাকার প্ল্যান আছে যা আনলিমিটেড কলিং 300 টি SMS আর 2Gb ডেলি ডাটা বেনিফিট দেবে। আর নতুন 248 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা, 100টি SMS প্রতিদিনের হিসাবে আনলিমিটেড ভয়েস কল আর 28 দিনের জন্য আছে।

আর আমরা যদি প্রিপেড প্ল্যানের গ্রাহকদের দেখি তবে এয়ারটেলের 1,699 টাকার প্রতি বছরের প্ল্যান এবার 2,398 টাকা দিতে হবে। কোম্পানি 1,818 টাকার প্ল্যানের বৈধতা বাড়িয়েছে। আর এয়ারটেলের তুলনায় বাকি প্ল্যান 49 টাকা, 79 টাকা, 148 টাকা, 298 টাকা, 598 টাকা আছে। আর অন্য নেটওয়ার্কের কলে ভয়েস কলের কোন FUP লিমিট নেই, তবে কোম্পানি এখনও আসল FUP লিমিটের বিষয়ে কিছু জায়ানি। যেমন ভোডাফোন তাদের 2,398 টাকার প্রিপেড প্ল্যানে 12,000 মিনিটের ভয়েস কল দিচ্ছে। তবে এয়ারটেল এই জাতীয় কিছু তাদের প্রেস রিলিজে বলেনি।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo