রিলায়েন্স জিওফাইবার প্রিভিউ প্ল্যান অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে লিক হল

HIGHLIGHTS

রিলায়েন্স জিওফাইবার প্রিভিউ প্ল্যানে ইউজার্সরা তিনা মাসের জন্য 100GB ডাটা ফ্রি পাবে

রিলায়েন্স জিওফাইবার প্রিভিউ প্ল্যান অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে লিক হল

রিলায়েন্স জিওফাইবার প্ল্যানটি অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগেই এর বিষয়ে কিছু খবর পাওয়া গেছে। আপনারা জানেন যে গত বছর রিলায়েন্স জিওর 4G পরিষেবা শুরু হয়েছিল, তেমনি এবার জিও কোমর বেঁধে নেমেছে জিওফাইবার প্রিভিউ নিয়ে। এই প্ল্যানে তিনমাসের জন্য প্রতিমাসে 100Mbps স্পিডের সঙ্গে 100GB ডাটা ফ্রিতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মনে করা হচ্ছে যে নিজেদের 4G পরিষেবার ক্ষেত্রে যেমন পরিকল্পনা জিও করেছিল ঠিক তেমনটাই তাদের এই নতুন পরিষেবার ক্ষেত্রেও করবে। জিও যে আরও একবার বাজার কাঁপাতে তৈরি হচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কোম্পানি তাদের এই ফাইবার পরিষেবাকে দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, জয়পুর, কোলকাতা, মুম্বাই, সুরাট, বরোদা আর বিশাখাপত্তনমের মতন শহর গুলিতে আনতে চলেছে।

তবে আপনাদের জানিয়ে রাখি যে বিগত বেশ কিছু সময় ধরেই জিওর এই নতুন জিও ফাইবার পরিষেবা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। অনুমান করা হচ্ছে যে এই পরিষেবা নেওয়ার জন্য ইউজার্সদের Rs. 4500 দিতে হবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo