মাত্র 2 টাকা বেশি খরচে 730 জিবি ডেটা! Reliance Jio দিচ্ছে দুর্দান্ত অফার

HIGHLIGHTS

রিলায়েন্স জিও ইউজারের জন্য বেশ কয়েকটি অ্যানুয়াল ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে

জিও ইউজারদের 2397 এবং 2399 টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যান অফার করছে

2399 টাকার প্রিপেইড প্ল্যানে দেওয়া হবে মোট 730GB ডেটা

মাত্র 2 টাকা বেশি খরচে 730 জিবি ডেটা! Reliance Jio দিচ্ছে দুর্দান্ত অফার

রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম। ইউজারদের জন্য এই টেলিকম এজেন্সি বিভিন্ন ক্যাটেগরির এবং বিভিন্ন দামের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে থাকে। আপনি যদি সারাবছর ইন্টারনেট এবং আনলিমিটেড কলের ভ্যালইডিটি রয়েছে এমন কোনো প্ল্যানের খোঁজ পেতে চান তবে Jio এনেছে 2397 এবং 2399 টাকার প্রিপেইড প্ল্যান। এই দুটি প্ল্যানে মাত্র 2 টাকা বেশি খরচ করে আপনি পেয়ে যাবেন বাড়তি ডেটা। এছাড়া থাকবে অনেক অফার। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিলায়েন্স জিও (Reliance Jio) 2397 টাকার প্রিপেইড প্ল্যান-

  • এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন বা একবছর।
  • প্ল্যানে দেওয়া হবে প্রতিদিন 1GB ডেটা।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটা পাওয়া যাবে 365 জিবি।
  • এই প্ল্যানে প্রতিদিন যে 1GB ডেটা খরচা করতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই। ইউজার তার প্রয়োজন মতো ডেটা খরচ করতে পারবেন। 
  • এছাড়া রয়েছে আনলিমিটেড ডোমেস্টিক কলের সুবিধা।
  • পাওয়া যাবে প্রতিদিন 100  ফ্রি এসএমএস।
  • সেইসঙ্গে রয়েছে Jio Tv, Jio Movies সমেত সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

রিলায়েন্স জিও (Reliance Jio) 2399 টাকার প্রিপেইড প্ল্যান

2397 টাকা থেকে মাত্র 2 টাকা খরচা করলেই এই প্ল্যানে মিলবে দ্বিগুন ডেটার সুবিধা। আসুন দেখে নেওয়া যাক ইউজারেরা জিও 2399 টাকার প্রিপেইড প্ল্যানে কি কি সুবিধা পাবেন-

  • এই জিও প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা। 
  • পুরো ভ্যালিডিটিতে 2399 টাকার প্রিপেইড প্ল্যানে দেওয়া হবে মোট  730GB ডেটা।
  • প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা একবছর।
  • এই প্ল্যানে দেওয়া হচ্ছে গোটা বছর জুড়ে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের বেনিফিট।
  • এছাড়া পাওয়া যাচ্ছে ডেইলি 100 ফ্রি এসএমএস।
  • সেইসঙ্গে রয়েছে Jio Tv, Jio Movies সমেত সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo