রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম। ইউজারদের জন্য এই টেলিকম এজেন্সি বিভিন্ন ক্যাটেগরির এবং বিভিন্ন দামের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে থাকে। আপনি যদি সারাবছর ইন্টারনেট এবং আনলিমিটেড কলের ভ্যালইডিটি রয়েছে এমন কোনো প্ল্যানের খোঁজ পেতে চান তবে Jio এনেছে 2397 এবং 2399 টাকার প্রিপেইড প্ল্যান। এই দুটি প্ল্যানে মাত্র 2 টাকা বেশি খরচ করে আপনি পেয়ে যাবেন বাড়তি ডেটা। এছাড়া থাকবে অনেক অফার। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।
2397 টাকা থেকে মাত্র 2 টাকা খরচা করলেই এই প্ল্যানে মিলবে দ্বিগুন ডেটার সুবিধা। আসুন দেখে নেওয়া যাক ইউজারেরা জিও 2399 টাকার প্রিপেইড প্ল্যানে কি কি সুবিধা পাবেন-