এবার হাজার টাকারও কম দামে 4G ফোন আনছে জিও সঙ্গে থাকবে ফ্রি ডেটা!!!
এই ফোনের দাম হবে মাত্র Rs.999
আরো একবার নতুন অফার নিয়ে বাজারে হাজির জিও. এই অফারে সঙ্গে থাকছে ফ্রি ডেটা পাওয়ার সুযোগও. জিও যে কম দামে 4G ফোন আনতে চলেছে তা এখন আমরা সবাই জানি. সেই ফোনের সঙ্গেই ফ্রি ডেটার অফার আনছে জিও.
Surveyএই 4G ফোনের দাম হবে হাজার টাকারও কম. এই ফোনের দাম মাত্র Rs.999 করা হবে বলে খবর পাওয়া গেছে. এর সঙ্গে এও জানা গেছে যে জিও এই ফোনের সঙ্গে ফ্রি ডেটাও দেবে. এর সঙ্গে আরো একটি মডেল আনতে চলেছে জিও যার দাম সম্ভাব্য Rs.1,500 হবে.
আরো দেখুন: Intex Aqua Crystal Plus লঞ্চ হল, দাম Rs.6799
এই 4G ফোনটির অল্প কিছু ফিচার্সের ব্যাপারেও জানা গেছে. এই ফোনটি 4G VoLTE সাপোর্ট করবে এতে 2.4 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে খবর পাওয়া গেছে.
ভারতীয় টেলিকম বাজারে জিও আসার পর থেকেই রোজই কোননা কোন টেলিকম কোম্পানি নতুন অফার নিয়ে আসছে আর না হলে জিওই একের পর এক নতুন অফার এনে বাকি টেলিকম কোম্পানি গুলিকে আরো বেশি প্রতিযোগিতায় ফেলে দিচ্ছে. এখন দেখার জিওর এই ফোনটি কবে বাজারে আসে.
আরো দেখুন: Micromax Canvas 2 2017 ভারতে লঞ্চ হল, দাম Rs.11,999
আরো দেখুন: Ziox Astra Colors 4G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.6,499