এবার প্রতিদিন 1.5GB এক্সট্রা ডাটা দেবে BSNL
6টি প্রিপেড প্ল্যানে পান 1.5GB ডাটা
187 টাকা আর 186 টাকার প্ল্যানে পরিবর্তন হয়েছে
টেলিকম অপারেটার BSNL এক্সট্রা ডাটা অফার বাড়িয়ে দিয়েছে। এই অফারে গ্রাহকরা প্রতিদিন 2.2GB এক্সট্রা ডাটা পেতেন। আর এবার ডাটা অ্যালাউন্স কমিয়ে দেওয়া হয়েছে। আর এক্সট্রা ডাটা অফার 6টি প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে।
SurveyRs 349, Rs 399, Rs 447, Rs 485, Rs 666আর Rs 1,699র প্রিপেড প্ল্যানে এক্সট্রা ডাটা অফার এসেছে। আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 1.5GB ডাটা অফার পাবেন। আর 1,699 টাকার প্ল্যানে 2GB অফার করে। আর এবার তা 1.5Gb ডাটা দেবে। আর এতে আপআন্রা মোট 3.5GB ডাটার সুবিধা পাবেন।
আর এবার 1.5GB এক্সট্রা ডাটা অফার আপনারা অক্টোবর থেকে পাবেন। টেলিকমটকের রিপোর্ট অনুসারে নভেম্বর আর ডিসেম্বর থেকে এই এক্সট্রা ডাটা 1GB করা হবে।
187 টাকা আর 186 টাকার প্ল্যানের পরিবর্তন
187 টাকা ট্যারিফ ভাউচারের বৈধতা 28 দিনের। আর এতে গ্রাহকরা 250 টি লোকাল আর ন্যাশানাল মিনিট পাবেন যা রোমিংয়ের সঙ্গে পাওয়া যাবে। আর আপনাদের জানিয়ে রাখি যে গ্রাহকরা মুম্বাই আর দিল্লিতে এই কলের সুবিধা পাবেন। 187 টাকার STV প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3GB ডাটা পাবেন।
আর এবার যদি আমরা BSBNL য়ের 186 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে বলি তবে তা 187 টাকার ভাউচারের মতনই। আর এই প্ল্যানে একটু পরিবর্তন করা হয়েছে। এই প্ল্যানে 28 দিনের বৈধতাতে 2GB র বদলে প্রতিদিন 3GB ডাটা দেওয়া হবে, FUP লিমিট শেষ হ লে পিসড কমে 40Kbps হবে।