এবার এয়ারটেল 4G হটস্পটে পোস্টপেড ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এয়ারটেলের নতুন অফার

কোম্পানির 4G হটস্পটে প্রায় 1,000 টাকার ক্যাশব্যাক অফার

এখন এটি 2,000 টাকার বদলে 1,000 টাকায় পাওয়া যাবে

এবার এয়ারটেল 4G হটস্পটে পোস্টপেড ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাচ্ছে

এয়ারটেল একটি নতুন অফার নিয়ে এসেচজে এখানে আপনারা উপহার সরূপ একটি এয়ারটেল 4G হটস্পট  প্রায় 1,000 টাকার ক্যাশব্যাকে পাবেন। আর আপনাদের বলে রাখি যে এয়ারটেল এর দাম 2,000 টাকা থেকে কমিয়ে মাত্র 1,000 টাকা করেছে। আর এর সঙ্গে এও জানিয়ে রাখি যে এই ক্যাশব্যাকের টাকা আপনারা আপনাদের পোস্টপেড অ্যাকাউন্টে পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মানে এই যে এবার আপনারা এই ডিভাইসটি 2000 টাকায় কিনলে ক্যাশব্যাকের টাকা আপনার পোস্টপেড অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর এর মানে এই যে আপনারা এবার এই টাকা ব্যাবহার করতে পারবেন। আর এই অফার দুটি প্ল্যানের সঙ্গে কাজ করবে এর সঙ্গে এও বলে রাখি যে এই অফার কিন্তু সব এয়ারটেল গ্রাহক বা সব রিজেনের জন্য আসেনি।

এয়ারটেল তাদের 4G হটস্পটের দাম কমিয়ে মাত্র 999 টাকা করেছিল আর এবার এটি আপনারা 399 টাকার প্ল্যানে নিতে পারবেন। আর এই ডিভাইসের দাম 2000 টাকা আর এটি আপনারা 1000 টাকার ক্যাশব্যাক অফারে পাবেন।

আর এই এয়ারটেল 4G হটস্পট ক্যাশব্যাকে আপনারা প্রথমে 2000 টাকায় কিনতে হবে আর এর পড়ে আপনাদের 399 টাকা বা 499 টাকার রিচার্জ প্ল্যান বাছতে হবে। আর আপনাদের জানিয়ে রাখি যে 399 টাকা দামের রিচার্জ প্ল্যানে আপনারা প্রতি মাসে 50GB ডাটা পাবেন আর এটিতে ডাটা রোলওভারের সুযোগও আছে। আর এছাড়া 499 টাকার প্ল্যানে আপনারা প্রতিমাসে 75GB ডাটা পাবেন। আর এটিও ডাটা রোল আউটের সুযোগ আছে। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo