Reliance Jio VS Airtel Rs 155 Recharge Plan
Reliance Jio এর কাছে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান (Prepaid Plan) রয়েছে। এই রিচার্জ প্ল্যান অন্যান্য টেলিকম কোম্পানি Airtel রিচার্জকে টেক্কা দেয়। আমরা কথা বলছি জিওর 155 (Jio 155 Plan) টাকার রিচার্জ প্ল্যানের। আসুন জেনে নেওয়া যাক জিওর ১৫৫ টাকার প্ল্যানে কী সুবিধা পাওয়া যায়। Airtel এর কাছেও রয়েছে এমন একটি 155 দামের রিচার্জ প্ল্যান রয়েছে। এতে কোম্পানি একই দামে Jio vs Airtel কী কী সুবিধা দিচ্ছে জেনে নিই।
জিওর ১৫৫ টাকা দামের এই রিচার্জে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে 1 মাস থেকে 2 দিন কম।
আরও পড়ুন: Price Cut: 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন হল ব্যাপক সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ
ডেটা হিসেবে এই প্ল্যানে গ্রাহকরা 2 জিবি ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। শুধু তাই নয় এতে থাকছে আনলিমিটেড কলিং সুবিধা।
এছাড়া এই প্ল্যানে জিও 300 SMS অফার করছে। পাশাপাশি থাকছে, JioTv, Jio Cinema, Jio Cloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে বলে দি যে এই প্ল্যানের সাথে Jio Cinema Premium এর সাবস্ক্রিপশন দেওয়া হয় না।
এয়ারটেল কোম্পানির কাছেও জিওর মতো একই দামে রিচার্জ প্ল্যান রয়েছে। এয়ারটেল তার এই রিচার্জে 1 জিবি ডেটা অফার করে। এছাড়া আনলিমিটেড কলিং ছাড়া এতে 24 দিনের ভ্যালিডিটি এবং 300 SMS পাওয়া যায়।
প্ল্যানের সুবিধা দেখে বোঝাই যাচ্ছে যে জিও এবং এয়ারটেল একই দামের প্ল্যানে প্রায় একই সুবিধা দিচ্ছে।
দুটি টেলিকম কোম্পানির সুবিধার কথা বললে, জিও 155 টাকায় 28 দিনের সুবিধা দিচ্ছে। যেখানে এয়ারটেল 4 দিন কম 24 দিনের ভ্যালিডিটি অফার করছে। ডেটার কথা বললে, জিও প্ল্যানে 2 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি, এয়ারটেল প্ল্যানে 1 জিবি ডেটা দেওয়া হয়।