এটি জিওর এখনও পর্যন্ত সবথেকে সস্তা প্ল্যান, দাম মাত্র

HIGHLIGHTS

জিওর প্রাইম মেম্বাররা এই প্ল্যানে বেশি ডাটার সুবিধা পাবে

এটি জিওর এখনও পর্যন্ত সবথেকে সস্তা প্ল্যান, দাম মাত্র

রিলায়েন্স জিও যেদিন থেকে তাদের 4G পরিষেবা নিয়ে ভারতিয় টেলিকম বাজারে এসেছে সেইদিন থেকে বাকি টেলিকম কোম্পানি গুলি ভীষণ প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। বহুদিন পর্যন্ত ফ্রিতে পরিষেবা দেওয়ার পরে জিও এখন টাকা দিয়ে পরিষেবা দেয় তবে এখনও বিভিন্ন সস্তার প্ল্যান এনে গ্রহাকদের অনেক সস্তায় পরিষেবা দেওয়ার প্রয়াস জিও চালিয়ে যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কিছুদিন আগেই জিও তাদের কিছু নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। সেই প্ল্যান গুলিতে প্রাইম মেম্বাররা বেশি সুবিধা পাবে। আর যারা প্রাইম মেম্বার নন তারা কম ডাটা পাবে।

আজ আমরা আপনাদের জিওর Rs. 19  এর প্ল্যানের কথা বলব। এই প্ল্যানের দাম Rs. 19 আর এতে প্রাইম মেম্বাররা 200MB 4G ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর মেসেজ, জিও অ্যাপস এর সুবিধা পাবে। তবে এই রিচার্জের সুবিধা পেতে হলে আপনাকে জিওর প্রাইম মেম্বার হতে হবে।

যারা প্রাইম মেম্বার নন তারা Rs. 19 এর দামের প্ল্যানে 100MB ডাটা পাবে।এরসঙ্গে আনলিমিটেড ভয়েস কল  আর মেসেজ ও জিও অ্যাপসের সুবিধা পাবে। এই প্ল্যানটি শুধু একদিনের জন্য বৈধ।      

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo