Jio এবং Vodafone Idea এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মোবাইল রিচার্জে বিনামূল্যে মিলবে 50GB পর্যন্ত অতিরিক্ত ডেটা, সাথে এক বছর পর্যন্ত ভ্যালিডিটি

Jio এবং Vodafone Idea এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মোবাইল রিচার্জে বিনামূল্যে মিলবে 50GB পর্যন্ত অতিরিক্ত ডেটা, সাথে এক বছর পর্যন্ত ভ্যালিডিটি

আপনি যদি প্রিপেইড সিম ইউজার হন এবং বেশি ইন্টারনেট প্রয়োজন করেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। আসলে টেলিকম কোম্পানি Jio এবং Vodafone Idea তার গ্রাহকদের 20GB থেকে 50GB পর্যন্ত অতিরিক্ত ডেটা অফার করছে। এই প্ল্যানে প্রতিদিন ডেটা সুবিধাও দেওয়া হয়। এতে আনলিমিটেড কলিং ও পাওয়া যাবে। এই প্ল্যানে একাধিক দুর্দান্ত বেনিফিট অফার করা হয়। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের বিষয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio এর 749 টাকার রিচার্জ প্ল্যান

কোম্পানির এই প্ল্যানে 72 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডেটা পাবেন। প্ল্যানে কোম্পানি 20 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে। এই প্ল্যান আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস দেয়।

899 টাকার জিও রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিনের রয়েছে। এতে কোম্পানি প্রতিদিন 2GB ডেটা সহ 20GB অতিরিক্ত ডেটা অফার করে। প্ল্যান আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি দেয়।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, OnePlus 15R এবং OnePlus Pad Go 2 এর ঘোষণা, এই দিন ভারতে হবে লঞ্চ

জিওর এই দুটি প্ল্যানেই বিনামূল্যে গুগল জেমিনি AI এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কোম্পানি দুটি প্ল্যানের সাথেই জেমিনি প্রো প্ল্যানের 18 মাসের সাবস্ক্রিপশন অফার করছে, যার দাম 35,100 টাকা। এছাড়াও, এই প্ল্যানে জিও টিভি এবং জিও হটস্টারের বিনামূল্যে অ্যাক্সেসও পাওয়া যাবে।

Vodafone Idea এর 1749 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিনের। এতে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। প্ল্যানে 45 দিনের জন্য 30GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এছাড়া প্ল্যানে ফ্রি কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়। এতে আপনি Binge All Night এবং Data Delights সুবিধাও পাবেন।

ভোডাফোন-আইডিয়ার 3499 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের। এতে প্রতিদিন 1.5GB ডেটা অফার করে কোম্পানি। আপনি 90 দিনের জন্য অতিরিক্ত 50GB ডেটাও পাবেন। এই প্ল্যানে বিঞ্জ অল নাইট এবং ডেটা ডিলাইটসও রয়েছে। এই প্ল্যানে বিনামূল্যে কলিং এবং প্রতিদিন 100 এসএমএস সুবিধা থাকছে।

3699 টাকার ভোডাফোন-আইডিয়ার প্ল্যান

এই প্ল্যান 365 দিনে প্রতিদিন 1.5GB ডেটা অফার করে। কোম্পানি 90 দিনের জন্য 50GB অতিরিক্ত ডেটা অফার করছে। অন্য দুটি ভোডাফোন প্ল্যানের মতো, এই প্ল্যানেও বিঞ্জ অল নাইট এবং ডেটা ডিলাইটস রয়েছে। এই প্ল্যানটিতে বিনামূল্যে কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি, Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ OnePlus আনছে শক্তিশালী 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo