মাত্র 20 টাকায় Jio, Airtel, Vodafone Idea এবং BSNL গ্রাহকরা পাবেন 30 দিনের ভ্যালিডিটি, TRAI চালু করল নতুন নিয়ম

মাত্র 20 টাকায় Jio, Airtel, Vodafone Idea এবং BSNL গ্রাহকরা পাবেন 30 দিনের ভ্যালিডিটি, TRAI চালু করল নতুন নিয়ম

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর তরফে সিম কার্ড সম্পর্কে একটি নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম সেই গ্রাহকদের জন্য কাজের হবে যারা ফোনে দুটি সিম কার্ড ব্যবহার করে। অনেক সময় হয় যখন গ্রাহকরা তাদের সিম রিচার্জ করাতে ভুলে যান বা কম টাকা খরচ করতে চান। সেই হিসেবে TRAI এর নতুন গাইডলাইন Jio, Airtel, Vi এবং BSNL এর সিম কার্ডকে রিচার্জ না করিয়েও এক্টিভ রাখতে পারবেন।

20 টাকায় 30 দিন এক্টিভ থাকবে নম্বর

বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট অনুযায়ী, যদি কোনো সিম 90 দিন পর্যন্ত ইনএক্টিভ থাকে কিন্তু তাতে 20 টাকার ব্যালেন্স তবে তার ভ্যালিডিটি 30 দিনের জন্য বাড়িয়ে দেওয়া যাবে। যার মানে আপনার নম্বর মোট 120 দিন পর্যন্ত এক্টিভ থাকবে। আপনি যদি সেকেন্ডারি সিম ব্যবহার করেন তবে তাতে 20 টাকার ব্যালেন্স থাকলে এই সুবিধা পাওয়া যাবে। তবে যদি ব্যালেন্স জিরো থাকে তবে সিম 90 দিনের পর ডিসকানেক্ট হয় যাবে।

আরও পড়ুন: 98 দিনের ভ্যালিডিটি সহ Jio এর সস্তা রিচার্জ প্ল্যান, মনখুলে বলুন কথা এবং চালান ইন্টারনেট

TRAI orders jio airtel vi bsnl to introduce calls and SMS only plans what about data

Jio সিম ভ্যালিডিটির নিয়ম

বিজনেস স্ট্যান্ডার্ড অনুযায়ী, জিও সিম কার্ড কোনো রিচার্জ ছাড়াই 90 দিন পর্যন্ত এক্টিভ থাকবে। এই সময় ইনকামিং কলের সুবিধাও পাওয়া যাবে। তবে যদি 90 দিন পর্যন্ত কোনো রিচার্জ না করানো হয় তবে নম্বর বন্ধ হয় যাবে এবং অন্য কাউকে নম্বর দেওয়া হবে।

Airtel সিম ভ্যালিডিটির নিয়ম

এয়ারটেল সিম কার্ডও কোনো রিচার্জ ছাড়াই 90 দিন পর্যন্ত চালু থাকবে। যার পরে রিএক্টিভেশনের জন্য 15 দিনের অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যদি এই সময়ের মধ্যে রিচার্জ না করালে, নম্বর একবারে বন্ধ হয়ে যাবে।

Vodafone Idea সিম এক্টিভেশন নিয়ম

ভোডাফোন সিম কার্ড রিচার্জ না করিয়ে 90 দিন পর্যন্ত এক্টিভ থাকবে। যার পরে, নম্বর চালু রাখার জন্য কম করে 49 টাকার প্ল্যান রিচার্জ করাতে হবে।

BSNL এর সিম এক্টিভ রাখার নিয়ম

বিএসএনএল সবচেয়ে বেশি ভ্যালিডিটি অফার করে। সিম কার্ড রিচার্জ না করিয়ে 180 দিন পর্যন্ত এক্টিভ থাকে।

আরও পড়ুন: 6 মাস পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ প্ল্যান, BSNL দিচ্ছে সস্তা দামে আনলিমিটেড কলিং এবং ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo