4 মাসের ভ্যালিডিটির সঙ্গে আসা জিওর সবথেকে সস্তা প্ল্যান, দাম মাত্র

HIGHLIGHTS

এই প্ল্যানে আপনি প্রতিদিন আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন, এর জন্য কোন লিমিট সেট করা হয়নি

4 মাসের ভ্যালিডিটির সঙ্গে আসা জিওর সবথেকে সস্তা প্ল্যান, দাম মাত্র

এমনিতে বাজারে জিওর বেশ কিছু প্ল্যান আছে, কিন্তু আমরা এখানে আপনাদের শুধু জিওর 4 মাসের ভ্যালিডিটি যুক্ত ফোনের কথা বলব। 4 মাসের ভ্যালিডিটি যুক্ত এই ফোনটি জিওর সবথেকে সস্তা প্ল্যান। এই প্ল্যানে 4 মাস অব্দি জিওর ডাটা আর কলিং পরিষেবার সঙ্গে অন্য কিছু পরিষেবার সুবিধাও পাওয়া যায়। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

4 মাসের ভ্যালিডিটির সঙ্গে আসা এই প্ল্যানের দাম Rs. 1,999 আর এতে প্রতিদিন 4 মাস অব্দি ডাটা পাওয়া যাবে। এতে মোট 155GB ডাটা পাওয়া যায়। এই প্ল্যানে আপনি প্রতিদিন আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। এতে কোন লিমিট সেট করা হয়নি। আর এর সঙ্গে এতে লোকাল আর STD কলও ফ্রিতে দেওয়া হয়। এই প্ল্যানে SMS এর সুবিধাও আছে। আর এর সঙ্গে জিও অ্যাপের ব্যবহারও ফ্রিতে করা যায়।

তবে আপনাদের বলে রাখি যে, যেদিন থেকে জিও ভারতীয় টেলিকম বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে তবে থেকে বাজারে একটা হৈচৈ পরে আছে। জিও কে মাত দেওয়ার জন্য অন্যন্য টেলিকম কোম্পানি গুলিও প্রায়ই কোন না কোন সস্তার প্ল্যান নিয়ে আসছে।

রিলায়েন্স জিও গত বছর সেপ্টেম্বর মাসে তাদের 4G পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছিল। লঞ্চের সঙ্গে সঙ্গে জিওর 4G পরিষেবা বেশ জনপ্রিয় হয়ে পরে। প্রথম দিকে জিওর পরিষেবা একদম ফ্রি ছিল আর এবছরের 31 মার্চ থেকে জিওর পরিষেবা পেতে হলে টাকা দিতে হচ্ছে। 

আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo