Idea, 4G স্মার্টফোনে সেরা অফার দেওয়ার জন্য Flipkart এর সঙ্গে চুক্তি করেছে…

HIGHLIGHTS

এর সঙ্গে Flipkart নিজেদের ইউজার্সদের জন্য স্মার্টফোনের ওপর খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

Idea, 4G স্মার্টফোনে সেরা অফার দেওয়ার জন্য Flipkart এর সঙ্গে চুক্তি করেছে…

Idea আজ জানিয়েছে যে তারা অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart এর সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তিতে Idea 4G স্মার্টফোনের সঙ্গে আপনি সেরা অফার পাবেন। Idea’র এই সেরা অফারটি শুধু ফ্লিপকার্ট গ্রাহকরাই পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই চুক্তির ফলে Idea প্রিপেড ইউজার্সরা যদি 4G স্মার্টফোনে আপগ্রেড করে তবে তারা স্পেশাল অফার পাবে, এর দাম হবে Rs. 356 আর RS. 191, আর এতে ইউজার্সরা অনেক ডাটাও পাবে। এর সঙ্গে Flipkart তাদের ইউজার্সদের স্মার্টফোনের ওপর খুব ভাল ডিস্কাউন্ট অফারও দিচ্ছে।

আরো দেখুন: Samsung Galaxy J7 2017 পেল ওয়াই ফাই সার্টিফিকেশন

যে সমস্ত Idea ইউজারা Rs. 356  দিয়ে রিচার্জ করাবে তারা 30GB 4G  ডাটা পাবে, এই অফারে কোনো ডেলি ডাটা লিমিট থাকবেনা। এর সঙ্গে ইউজার্সরা আনলিমিটেড ক্লের সুবিধাও পাবে। আর Rs. 191 দামের প্ল্যানে 10GB ডাটা পাওয়া আজবে আর এই অফারটিতেও কোন ডেলি লিমিট থাকাবেনা।

এই ডিলে Flipkart এ থাকা  4G  স্মার্টফোনের ব্র্যান্ড যেমন- লেনোভো, মাইক্রোম্যাক্স, মোটোরোলা আর প্যানাসনিক এর  Rs. 4000 থেকে Rs. 25000 দামের স্মার্টফোনে পাওয়া যাবে।

আরো দেখুন: Itel ভারতে লঞ্চ করল তাদের বাজেট স্মার্টফোন

আরো দেখুন:Samsung Galaxy C10 ডুয়াল ক্যামেরার সঙ্গে দেখা গেছে

সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo