HIGHLIGHTS
এই অফারটির জন্য ইউজার্সদের Rs. 396 দিতে হবে আর এটি শুধুমাত্র কিছু প্রিপেড ইউজার্সরাই পাবে
আইডিয়া একটি নতুন অফার নিয়ে এলে। এই নতুন অফারে আইডিয়া তাদের গ্রাহকদের মাত্র Rs. 396 তে 70GB’র ডাটা দিচ্ছে।
Surveyএর সঙ্গে এই অফারে আইডিয়া নেটওয়ার্কে ফ্রি লোকাল আর STD কলের সুবিধা পাবে। এর সঙ্গে 70GB 3G ডাটাও পাওয়া যাবে। তবে এই অফারে প্রতিদিন মাত্র 1GB ডাটাই পাওয়া যাবে।
এছাড়া এই প্যাকে অন্য নেটওয়ার্কে 3000 মিনিট লোকাল আর STD কলের সুবিধাও পাওয়া যাবে। এই অফারটি 70 দিনের জন্য বৈধ।