শুধু সিম থেকেই জানুন নিজের ফোন নাম্বার

শুধু সিম থেকেই জানুন নিজের ফোন নাম্বার
HIGHLIGHTS

USSD কোডের মাধ্যমে সিম থেকে ফোন নাম্বার জানা যায়

সব টেলিকম অপারেটারের নাম্বারই এই একই ভাবে জানা যায়

তবে প্রত্যেকের USSD কোড আলাদা

অনেক সময়ে এমন হয়ে থাকে যে আমরা নিজদের ফোন নাম্বার ভুলে জাই। আর এই সময়ে আরও সমস্যা হয় যদি নিজদের ফোন নাম্বার কোথাউ লিখে রাখা না থাকে। তবে আপনাদের সেই সমস্যার হাত থেকে মুক্তি দিতে আজকে আমরা আপনাদের বলব যে কি করে সব ফোনের সিম থেকেই ফোন নাম্বার জানা সম্ভব।

আজকে আমরা এখানে আপনারা এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া, BSNL য়ের সব নেটওয়ার্কের নাম্বারই কি করে জানা যায় তা বলব। নিজের ফোন নাম্বার জানার জন্য সব থেকে সহজ উপায় হল USSD কোড, হ্যাঁ আপনারা নিজের ফোন থেকে এটির মাধ্যমে সহজেই জানতে পারবেন।

কি করে সিম থেকে ফোন নাম্বার চেক করা যায়

আসুন আজকে দেখা যাক যে আলাদা আলাদা USSD কোডের মাধ্যমে আপনারা কি করে মোবাইল নাম্বার জানতে পারবেন।

  • এয়ারটেলের নাম্বার জানার জন্য USSD কোড *121*1# বা *121*9# বা *282# ডায়াল করতে হবে।
  • ভোডাফোনের জন্য  USSD Code *111*2# ডায়াল করতে হবে।
  • আইডিয়ার নাম্বারের নয় USSD Code *131*1# ডায়াল করুন।
  • রিলায়েন্সের ফোন নাম্বারের জন্য USSD Code *1# ডায়াল করুন।
  • BSNL য়ের জন্য USSD Code *222# বা *888# या *1# বা  *785# या *555# ডায়াল করতে হবে।
  • ইউনিনরের জন্য USSD Code *222*4# ডায়াল করুন।
  • আবার রিলায়েন্স জিওর জন্য 1299 নাম্বারে কল করুন।
  • MTNL মোবাইলের জন্য ডায়াল করুন  USSD Code *8888#।
  • MTS র জন্য USSD Code *121# তে ডায়াল করুন বা 1288 নাম্বারে কল করুন।
  • টাটা ডোকোমোর জন্য ডায়াল করুন USSD Code *580#।
  • ভিডিওকন মোবাইলের জন্য ডায়াল করুন USSD Code *1#।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo