BSNL এর 4 বেস্ট রিচার্জ প্ল্যান, 1 বছরের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা

HIGHLIGHTS

লং টার্ম ভ্যালিডিটির একটি ডেটা ভাউচার ও অফার করা হচ্ছে BSNL- র তরফে

BSNL কম দামের মধ্যে ইউজারদের বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করছে

প্রিপেইড প্ল্যানগুলির ভ্যালিডিটি রয়েছে একবছর

BSNL এর 4 বেস্ট রিচার্জ প্ল্যান, 1 বছরের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL টেলিকম সংস্থা গ্রাহকদের বেশ কম দামের মধ্যেই একবছরের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে। যেখানে অন্যান্য টেলিকম কোম্পানিগুলির লং-টার্ম ভ্যালিডিটির প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 2000 টাকা থেকে। BSNL কিন্তু মাত্র 1500 টাকা দামের মধ্যেই লম্বা ভ্যালিডিটির তিনটি প্রিপেইদ প্ল্যান অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি BSNL গ্রাহক হয়ে থাকেন, কিংবা সম্প্রতি BSNL কানেকশনে আগের সিমকে পোর্ট করিয়ে থাকেন। তবে আপনি এই প্রিপেইড প্ল্যানগুলিকে একনজরে দেখে নিতে পারেন। পরে যদি কখনো লম্বা ভ্যালিডিটির প্ল্যানের দরকার পড়ে, তাহলে না হয় রিচার্জ করিয়ে নেবেন।  

1499 টাকার BSNL প্রিপেইড প্ল্যান-

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 24GB ডেটা।

• পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।

• মিলবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

• প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

1498 টাকার BSNL প্ল্যান

• 1498 টাকার BSNL প্ল্যান হল একটি ডেটা ভাউচার প্যাক।

• এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে একবছর মতন।

• পাওয়া যাবে ডেইলি 2GB করে আনলিমিটেড স্পিডের ডেটা।

• ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট চলবে 40 Kbps স্পিডে।

1999 টাকার BSNL প্রিপেইড প্ল্যান-

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 500GB রেগুলার ডেটার অ্যাক্সেস।

• মিলবে মোট 100GB অ্যাডিশনাল ডেটার সুবিধা।

• পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস বেনিফিট। 

• মিলবে Lokdhun কনটেন্টের ফ্রি অ্যাক্সেস এবং বিনামুল্যে মিউজিক চেঞ্জের অপশন।

• এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

2399 টাকার BSNL প্রিপেইড প্ল্যান-

• এই BSNL প্রিপেইড প্ল্যান আসছে মোট 425 দিনের ভ্যালিডিটির সাথে।

• পাওয়া যাবে ডেইলি 3GB করে ডেটা।

• মিলবে ফ্রি 100 টি করে এসএমএস এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

• এই প্রিপেইড প্ল্যানের সাথে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাওয়া যাবে ErosNow ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

• এছাড়া মিলবে BSNL Tunes অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

• সমস্ত সার্কেলে এই প্রোমোশনাল প্রিপেইড প্ল্যান অ্যাক্টিভ থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo