আর কিছুদিনের মধ্যেই দেশে 5G পরিষেবা চালু হতে চলেছে। সেখানেও সমস্ত টেলিকম সংস্থার মধ্যে জোর টক্কর চলছে যে কে আগে এই পরিষেবা আনবে এবং কে তার গ্রাহকের জন্য কত অফার দেবে। এছাড়া 4G ডেটা প্যাক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। গ্রাহকদের আকর্ষিত করতে একের পর এক প্যাক, অফার আনতেই থাকে এই টেলিকম সংস্থাগুলো। তবে যে যত যাই করুক না কেন, ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এই ব্যাপারে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছে।
Survey
✅ Thank you for completing the survey!
খুব শীঘ্রই এই টেলিকম সংস্থা 4G পরিষেবা আনতে চলেছে। ফলে গ্রাহকরা এখন বেশি পরিমাণে এই টেলিকম সংস্থার উপর ভরসা রাখছে। তবে আপনি কি জানেন BSNL এর এমন বেশ কিছু প্যাক আছে যেখানে ডেটা শেষ হয়ে যাওয়ার পর রিচার্জ করলে অতিরিক্ত ডেটা পাওয়া যায় যা Jio, Airtel, Vodafone Idea এর তুলনায় অনেকটাই কম খরচে সম্ভব হয়।