BSNL 75 টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে

HIGHLIGHTS

BSNL এই প্ল্যানটি 15 দিনের জন্য বৈধ আর এই বৈধতা বাড়ানো যাবে

BSNL 75 টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড এই সময়ে রিলায়েন্স জিওকে তাদের বিভিন্ন প্ল্যানের মাধ্যমে প্রতিযোগিতা দিচ্ছে। আর BSNL প্রায়ই তাদের কোন না কোন প্ল্যান আপডেট করছে। আর এর সঙ্গে জিও, এয়ারটেল আর ভোডাফোনকে ভাল প্রতিযোগিতা দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এবার BSNL তাদের 75 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। আর এই নতুন প্ল্যানে 10GB ডাটা আনলিমিটেড কলিং আর 500টি SMS য়ের সুবিধা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটি 15 দিনের বৈধতার সঙ্গে আসছে। আর এর ইউজার্সরা এই প্ল্যান 90 বা 180 দিনের জন্য বাড়াতে পারবে, আর এর পরে তাদের এক্সট্রা মুল্য দিতে হবে।

BSNL য়ের 75 টাকার এই নতুন প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে আর এটি অবশ্য মুম্বাই আর দিল্লিতে পাওয়া যাচ্ছেনা। আর এই প্ল্যান 15 দিনের জন্য ইউজার্সদের 10GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে ইউজার্সরা 500টি SMS পাচ্ছে। আর এখন প্রথমে এই এটি পাওয়া যাচ্ছে।

এভাবে এই প্ল্যানেরফ বৈধতা বৃদ্ধি করা যাবে

BSNL য়ের এই নতুন প্ল্যানের প্ল্যানটি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে পাওয়া যাচ্ছে আর খুব তাড়াতাড়ি এটি অন্য সার্কেলেও পাওয়া যাবে। আর এই দুটি সার্কেলে BSNL য়ের জিবিথা প্রিপেড প্ল্যান নামে স্পেশালিটি এই যে ইউজার্সরা এর বৈধতা বাড়াতে পারে। বৈধতা বাড়ানোর জন্য BSNL ইউজার্সকে কম করে 98 টাকার STV রিচার্জ করতে হবে। 98 টাকা থেকে 199 টাকার মধ্যে রিচার্জ করতে হবে আর তার পরে এটি 90 দিনের জন্য বৈধ হতে পারে।

যে সব ইউজার্সরা 199টাকার বেশি STV প্ল্যানের রিচার্জ করবেন তারা 75 টাকা থেকে এই প্রিপেড প্ল্যানে রিচার্জ করে এটি 180 দিন পর্যন্ত বৈধ করতে পারবেন। Telecom Talk অনুসারে BSNL 98,99,118,139,187,198,333,339,349o,395,444,447টাকা আর 552 টাকার STV প্ল্যান অফার করছে। আর অন্য ইউজার্সরা সেল ফেয়ার, ওয়েব-সেলফ কেয়ার বা USSD র মাধ্যমে এই রিচার্জ করে এর বৈধতা বাড়াতে পারবনে না।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo