3টি নতুন দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, মিলবে 50Mbps এর হাই-স্পিড ডেটা

HIGHLIGHTS

বিএসএনএল নিয়ে এল তার গ্রাহকদের জন্য় 3টি নতুন Broadband Plan

BSNL এর এই প্ল্যানগুলির আওতায় গ্রাহকরা 50Mbps এর স্পিডে ডেটা সুবিধা পাবেন

BSNL Broadband Plan-এ 50 এমবিপিএস এর স্পিডে 200 জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে

3টি নতুন দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, মিলবে 50Mbps এর হাই-স্পিড ডেটা

BSNL Broadband গ্রাহকদের জন্য় সংস্থা নিয়ে এসছে ৩টি নতুন ব্রডব্যান্ড প্ল্যান। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানগুলির আওতায় গ্রাহকরা 50Mbps এর স্পিডে ডেটা সুবিধা পাবেন। তবে জানিয়ে দি যে সংস্থার এই প্ল্যানে কলিং সুবিধা পাওয়া যাবে না। তবে এই প্ল্যানগুলি বর্তমানে কেবল পাঞ্জাব সার্কেলের জন্য চালু করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বিএসএনএল এই প্ল্যানের খবর পাঞ্জাব সার্কেলের ওয়েবসাইটে থেকে পাওয়া গিয়েছে। এছাড়া এই তিনটি প্ল্যানের নাম যথাক্রমে 200GB CS111, 300GB CS112 এবং PUN 400GB। এর মধ্যে 200 জিবি বেসিক প্ল্যান।

এই প্ল্যানগুলিতে গ্রাহকরা 50 এমবিপিএস এর স্পিডে 200 জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে, যার মেয়াদ এক মাসের হবে। ডেটা শেষ করার পরে, স্পিড হবে 4 এমবিপিএস। এই প্ল্যানের দাম 490 টাকা।

এছাড়া 300GB CS112 প্ল্যানটির দাম 590 টাকা এবং এটি 50 এমবিপিএস এর স্পিডে পাবে। ডেটা শেষ হলে স্পিড হবে 4 এমবিপিএস। এই প্ল্যানে মোট 300 জিবি ডেটা পাওয়া যাবে।

এবার কথা সংস্থার শেষ প্ল্যানের, তবে 400 জিবি ডেটা সহ এই প্ল্যানটির দাম 690 টাকা এবং এতে আপনি 50 এমবিপিএস স্পিড পাবেন। তবে আরেকবার মনে করিয়ে দি যে এই প্ল্যানগুলিতে কলিং সুবিধা পাওয়া যাবে না।

 

নোট: বিএসএনএল এর অন্যান্য প্ল্যান সম্পর্কে জানিতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo