বিএসএনএল এর বাম্পার অফার! ৫০ টাকারও কমে ১০ জিবি হাই-স্পিড ডেটা এবং ৪৫ দিনের ভ্যালিডিটি

HIGHLIGHTS

বিএসএনএল ৪৫ টাকার এই প্ল্যান ৮ জুলাই লঞ্চ করা হয়েছিল এবং ৬ আগস্ট ২০২১ থাকবে

মাত্র ৪৫ টাকার FRC ১০ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০ এসএমএস সুবিধা দিচ্ছে BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড-এর এই FRC-র ভ্যালিডিটি 45 দিনের

বিএসএনএল এর বাম্পার অফার! ৫০ টাকারও কমে ১০ জিবি হাই-স্পিড ডেটা এবং ৪৫ দিনের ভ্যালিডিটি

BSNL 45 টাকার নতুন ফর্স্ট রিচার্জ কুপন (FRC) লঞ্চ করেছে। সংস্থার এই এফআরসি একটি প্রচারমূলক স্কিমের আওতায় লঞ্চ করা হয়েছে। লিমিটেড টাইমের জন্য এই কুপন চালু করা হয়েছে। মাত্র 45 টাকার FRC 10GB ডেটা, আনলিমিটেড কল এবং 100 SMS সুবিধা দিচ্ছে BSNL। সংস্থা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই প্ল্যান সম্পর্কে জানিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারত সঞ্চার নিগম লিমিটেড-এর এই FRC-র ভ্যালিডিটি 45 দিনের। 45 দিন শেষ হওয়ার পরে, BSNL ইউজার তাদের পছন্দের যে কোনও প্ল্যানে সহজে স্যুইচ করতে পারেন। এই প্ল্যান 8 জুলাই লঞ্চ করা হয়েছিল এবং 6 আগস্ট 2021 পর্যন্ত বাজারে পাওয়া যাবে। বিএসএনএলের এই 45 টাকার প্ল্যানের সাথে সংস্থা ইউজারদের বিনামূল্যে সিমও অফার করছে। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা নেওয়া যেতে পারে।

নতুন FRC ছাড়াও, বিএসএনএল একটি প্রিপেইড প্ল্যানও নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 60 দিনের। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS-ও পাওয়া যায়।

আপনিও যদি BSNL এর ফ্রি 4G সিম পেতে চান  তবে বলে দি যে এই সুবিধা কিছু ইউজারদের জন্য উপলব্ধ। যদি আপনি অন্য কোনও টেলিকম সংস্থা থেকে বিএসএনএলে স্যুইচ করেন তবে আপনি Free 4G SIM নিতে পারবেন। পাশাপাশিই নতুন BSNL গ্রাহকরাও এই সুবিধা নিতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo