আসাম বন্যা পরিস্থিতিতে ভারতী এয়ারটেলের নতুন উদ্যোগ, ফ্রি কল আর ডাটা বেনিফিট

HIGHLIGHTS

ডাটা আর ফ্রি কলিংয়ের ব্যাবস্থা

পোস্টপেড গ্রাহকদের বিলিং ডেট এক্সটেন্ড করা হচ্ছে

ক্ষতিগ্রস্থ 30 টি জেলাতেই এই সুবিধা পাওয়া যাবে

আসাম বন্যা পরিস্থিতিতে ভারতী এয়ারটেলের নতুন উদ্যোগ, ফ্রি কল আর ডাটা বেনিফিট

এই সময়ে আসাম প্রবল বন্যার সম্মুখীন হয়েছে। আমরা সবাই জানি যে সেখানে বন্যা পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর। আর এই পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি ও সংস্থা বা ব্যাক্তিগত ভাবে সবাই সাহায্যের হাত বারিয়ে দিয়েছে। আর এই সময়ে ভারতের টেলিকম কোম্পানি এয়ারটেলও পিছিয়ে নেই।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতীয় এয়ারটেল গত কাল জানিয়েছে যে আসামের বন্যা পরিস্থিতি দেখে তারা সেখানে ফ্রি ডাটা আর কলিং বেনিফিট দিচ্ছে আর এই সুবিধা রাজ্যের 30 টি জেলার সব গ্রাহকদের জন্যই দেওয়া হচ্ছে।

এয়ারটেল মোবাইল কাস্টমাররা ক্ষতিগ্রস্ত জেলায় ফ্রি ক্রেডিট টক টাম আর 100MB 5GB ডাটা দিচ্ছে। আর পোস্টপেড গ্রাহকদের জন্য বিল পেমেন্টের সময়সীমা এক্সটেন্ড করা হচ্ছে।

আসামে এয়ারটেল একটি বড় টেলিকম প্রোভাইডার আর তারা সেখানে এই বন্যার সময়ে টেলিকম পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

ভারতীয় এয়ারটেলের উত্তর পূর্ব আর আসামের COO সোভন মুখার্জি জানিয়েছেন যে, “ আসামের লিডিং মোবাইল অপারেটার আর দায়িত্ববান করপোরেট নাগরিক হওয়ায়, আমরা সরকার ও প্রশাসনের সঙ্গে সহজোগিতা করছি আর আমরা সবাই চাই যে নাগরিক রা যেন একে অপরের সঙ্গে সব সময়ে যুক্ত থাকে।“

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo