Idea Cellular য়ের গ্রাহকদের জন্য খারাপ খবর, কোন প্ল্যানের দাম কমল দেখেনিন

HIGHLIGHTS

আপনারা যদি আইডিয়া সেলুলারের নির্ভানা পোস্টপেড প্ল্যান ব্যাবহার করেন তবে আপনাদের বলে রাখি যে কোম্পানি তাদের নির্ভানা পোস্টপেড প্ল্যানে আগে প্রতিদিন 100টি SMS দিলেও এবার তা প্রতিমাসে 100টি SMS করে দিয়েছে মানে SMS আর কিছুই পাওয়া যাবে না এই প্ল্যানে

Idea Cellular য়ের গ্রাহকদের জন্য খারাপ খবর, কোন প্ল্যানের দাম কমল দেখেনিন

সম্প্রতি আমরা আপনাদের জানিয়েছিলাম যে আইডিয়া সেলুলার তাদের Nirvana Postpaid Plan য়ে কিছু পরিবর্তন করেছে আর এবার বেশি ডাটা পাওয়া যাচ্ছে। আর এবার অন্য কিছু কারনে আইডিয়া এই প্ল্যানে SMS য়ের সুবিধা আর দিচ্ছে না। আপনাদের বলে রাখি যে এখন এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া গেলেও এবার এই প্ল্যানে প্রতিমাসে 100টি SMS পাওয়া যাবে। আর এর মানে এই যে এই প্ল্যানে সে অর্থে আর কোন SMS য়ের সুবিধা পাওয়া যাচ্ছেনা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার আপনারা আইডিয়ার 1,500 টাকার প্ল্যান গুলিতে এখন 3000 SMS প্রতিনাসের হিসাবে পাওয়া যাচ্ছে আর এখন এই পোস্টপেড প্ল্যান যা 399,499,999 আর 1,299 টাকার প্ল্যান আর যাতে আপনারা প্রতিমাসে 3000টি SMS য়ের বদলে 100টি SMS পাবেন আর এবার যদি আমরা 1,699,1,999,আর 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে 30000টি মান্থলি SMS য়ের বদলে 100 টি SMS প্রতিদিন দেওয়া হচ্ছে।

আইডিয়া সেলুলারের প্ল্যানে কিছু পরিবর্তন

আমরা যদি আইডিয়া সেলুলারের প্ল্যানের রিভিজানের পরে পাওয়ার বিষয়ে কথা বলি তবে আইডিয়া সেলুলারের নির্ভানা পোস্টপেড প্ল্যানে 4টি প্ল্যান আছে। আর এর মধ্যে আসলে মোট 7 টি প্ল্যান আছে যার থেকে কিছু পোস্টপেড প্ল্যান এরা ডিলিট করে দিয়েছে। আর এবার তাদের কাছে 4 টি এই প্রকল্পের প্ল্যান আছে।

আইডিয়া সেলুলারের 399 টাকার পোস্টপেড প্ল্যান

আইডিয়া সেলুলার পোস্টপেড নির্ভানা প্ল্যানে 399 টাকার প্ল্যান সব থেকে সস্তা। এই প্ল্যানটি আগে 389 টাকায় পাওয়া গেলেও এখন এটি 399টাকায় পাওয়া যায় আর এটিতে আপনারা 400GB ডাটা পাচ্ছেন আর এতে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100টি SMS পাওয়া যাচ্ছে।

আইডিয়া সেলুলারের 499 টাকার পোস্টপেড প্ল্যান

আইডিয়ার Nirvana Postpaid প্ল্যানের ক্ষেত্রে এটি দ্বিতীয় প্ল্যান। এই প্ল্যানে এবার 75GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এখনও এই প্ল্যানে আপনারা 40GB ডাতা পাওয়া যাচ্ছিল। আর এছাড়া এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই প্লায়নে আগের মতন 200GB র সোলওভার ডাটাও পাওয়া যাচ্ছে।

আইডিয়া সেলুলারের 999 টাকার পোস্টপেড প্ল্যান

এবার তৃতীয় প্ল্যানের বিষয়টি দেখে নেওয়া যাক। আইডিয়ার এই পোস্টপেড প্ল্যানে আপান্রা 100GB ডাটা পাবেন, আর এছাড়া এতে আনলিমিটেড কলিং আর প্রতিদিন 100টি SMS পাচ্ছেন। আর এর সঙ্গে এতেও 200GB সোলওভার ডাটা পাওয়া যাচ্ছে।

আইডিয়া সেলুলারের 1,299 টাকার প্ল্যান

Ideaর Nirvana Postpaid Plans য়ের বিষয়ে কথা বলছি এই প্ল্যানে 1,299 টাকার প্ল্যান আছে। এই প্ল্যানে আপনারা 125GB ডাটা পাচ্ছেন আর, এর সঙ্গে এতে আনলিমিটেড কলিং য়ের সঙ্গে প্রতিদিন 100 টি SMS আছে। আর এতে 200GB ডাটা সোলওভার পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই প্ল্যানে আপনারা 100 মিনিট পর্যন্ত ফ্রি ইন্টারনেট কলিং পাচ্ছেন। আর এতে USA, কানাডা, চিন, সিঙ্গাপুর, মালেশিয়া আর থাইল্যান্ডের মতন দেশের কোডে ব্যাবহার করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo