Airtel vs Jio vs VI: 84 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানে কোন কোম্পানি দিচ্ছে সবচেয়ে বেশি সুবিধা

Airtel vs Jio vs VI: 84 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানে কোন কোম্পানি দিচ্ছে সবচেয়ে বেশি সুবিধা
HIGHLIGHTS

Airtel তিন রকম 84 দিনের ভ্যালিডিটির প্ল্যান অফার করে, 455 টাকা থেকে শুরু হয় এই প্ল্যানগুলি

666 টাকার 84 দিনের প্ল্যানে Jio 1.5GB ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি 100টি ফ্রি SMS অফার করে

Vodafone Idea 84 দিনের ভ্যালিডিটির 3টি রিচার্জ প্ল্যান অফার করে, 459 টাকা থেকে এই প্ল্যান শুরু হয়

ভারতের তিন টেলিকম জায়েন্ট- Airtel, Jio এবং Vi তাদের গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি বিভিন্ন ভ্যালিডিটির হয় এবং ডেইলি ডেটালিমিট ও এডিশনাল বেনিফিট অফার করে৷

যেসকল গ্রাহক, 84 দিনের ভ্যালিডিটি প্যাকেজ রিচার্জ করা পছন্দ করেন, তাদের জন্যে রইল এই 3 বড় অপারেটর 84 দিন ভ্যালিডিটির সেরা অফারগুলি৷ 

AIRTEL

Airtel তিন রকম 84 দিনের ভ্যালিডিটির প্ল্যান অফার করে। 455 টাকা থেকে শুরু হয় এই প্ল্যানগুলি। এই রিচার্জ প্ল্যানটিতে ইউজাররা 6GB lump-sum ডেটা, আনলিমিটেড কলিং এবং 900 টি ফ্রি SMS পাবেন। এই প্ল্যানের অন্যান্য অফারগুলির মধ্যে রয়েছে Prime video Mobile edition-এর 30 দিনের ফ্রি ট্রায়াল, 3 মাসের Apollo 27।7 circle, Shaw Academy-এর সাথে ফ্রি অনলাইন কোর্স, Fastag-এ 100 টাকা ক্যাশব্যাক, ফ্রি Hellotunes, এবং ফ্রি Wynk Music-এ অ্যাক্সেস।

Airtel এর 719 টাকায় 84 দিনের একটি প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যান ইউজাররা 1.5GB ডেইলি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি ফ্রি SMS পাবেন। এই প্ল্যানের অন্যান্য বেনিফিটগুলির মধ্যে রয়েছে Prime video Mobile Edition-এ 30 দিনের ফ্রি ট্রায়াল, 3 মাসের Apollo 27।7 circle, Shaw Academy-তে ফ্রি অনলাইন কোর্স, Fastag-এ 100 টাকা ক্যাশব্যাক, ফ্রি Hellotunes, এবং ফ্রি Wynk Music-এ অ্যাক্সেস।

839 টাকার রিচার্জ প্ল্যান ইউজাররা পাবেন ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100টি করে ফ্রি SMS, যার ভ্যালিডিটি 84 দিনের। এর সাথে গ্রাহকরা পাবেন Prime video Mobile Edition-এ 30 দিনের ফ্রি ট্রায়াল, 3 মাসের Apollo 27।7 circle, Shaw Academy-তে ফ্রি অনলাইন কোর্স, Fastag-এ 100 টাকা ক্যাশব্যাক, ফ্রি Hellotunes, এবং ফ্রি Wynk Music-এ অ্যাক্সেস।

JIO

Jio 4টি 84 দিনের ভ্যালিডিটির প্রিপেড প্ল্যান অফার করে। 666 টাকার 84 দিনের প্ল্যানে Jio 1.5GB ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি 100টি ফ্রি SMS অফার করে। অতিরিক্ত বেনিফিটের মধ্যে রয়েছে Jio TV, JioCinema, Jio Security এবং JioCloud-এর ফ্রি মেম্বারশিপ।

Jio-এর পরবর্তী 84 দিনের প্ল্যানের দাম 719 টাকা। এটি 666 টাকার প্ল্যানের মতোই বেনিফিট দেয়। শুধু এই প্রিপেড প্ল্যানে 2GB ডেইলি ডেটা অফার করে। 

1,066 প্ল্যানটি মোট 84 দিনের জন্য 5GB lump-sum ডেটা সহ ডেইলি 2GB ডেটা অফার করে। 1-বছরের Disney+ Hotstar mobile সাবস্ক্রিপশন এর পাশাপাশি আগের দুটি প্ল্যানের মতোই অন্যান্য বেনিফিটগুলিও পাওয়া যাবে এই প্ল্যানে।

Jio-এর শেষ 84 দিনের ভ্যালিডিটির প্রিপেড প্ল্যানটি 1,199 টাকায় পাওয়া যাবে। প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেইলি 100টি ফ্রি SMS সহ 3GB ডেইলি ডেটা অফার করে৷ অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Jio TV, JioCinema, Jio Security এবং JioCloud-এর ফ্রি মেম্বারশিপ।

VODAFONE IDEA

Vodafone Idea 84 দিনের ভ্যালিডিটির 3টি রিচার্জ প্ল্যান অফার করে। 459 টাকা থেকে এই প্ল্যান শুরু হয়। 459 টাকায় 6GB এর lump-sum ডেটা, আনলিমিটেড কলিং এবং 1000টি ফ্রি SMS অফার করে৷ এক্সট্রা বেনিফিটে Vi Movies এবং TV-এর বেসিক অ্যাক্সেস পাওয়া যাবে।

Vi এর 84 দিনের আরেকটি প্ল্যান 719 টাকায় পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যান 1.5GB ডেইলি ডেটা, আনলিমিটেড কলিং এবং 1000 ফ্রি SMS অফার করে৷ এছাড়াও Vi Movies এবং TV-এর বেসিক অ্যাক্সেস পাবেন গ্রাহকরা। এই প্ল্যানটি রাত 2 টো থেকে সকাল 6 টা পর্যন্ত ফ্রি ডেটাও অফার করে। এটি গ্রাহকদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আনইউজ ডেটা উইক-এন্ডে ক্যারি করতে দেয়। এছাড়াও এই প্রিপেড প্ল্যানটি প্রতি মাসে 2GB পর্যন্ত ব্যাকআপ ডেটা অফার করে।

839 টাকার Vi প্রিপেড প্ল্যানটি 2GB এর ডেইলি ডেটা অফার করে এবং সেই সাথে 719 টাকার মতোই অন্যান্য সমস্ত বেনিফিট দেয়। এই প্ল্যানটির ভ্যালিডিটিও 84 দিনের।

Digit.in
Logo
Digit.in
Logo