Airtel তাদের ব্রডব্যান্ড ইউজার্সদের 1000GB বোনাস ডাটা দিচ্ছে

HIGHLIGHTS

এই বোনাস ডাটা এক বছরের জন্য বৈধ হবে আর এই ডাটা সেই সব ইউজার্সরা পাবেন যারা কোম্পানির প্ল্যান 16 মে বা তার পরে নিয়ছেন

Airtel তাদের ব্রডব্যান্ড ইউজার্সদের 1000GB বোনাস ডাটা দিচ্ছে

Airtel তাদের কিছু বাছাই করা ব্রডব্যান্ড প্ল্যানে 1000GB’র বোনাস ডাটা এক বছরের জন্য দিচ্ছে। এই বোনাস ডাটা এক বছরের জন্য বৈধ হবে আর এই ডাটা সেইসব ইউজার্সরা পাবেন যারা কোম্পানির প্ল্যান 16 মে বা তার পরে নিয়ছেন। তবে এও বলে রাখি যে এই প্ল্যান এনসিআর সার্কেলের ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1000GB বোনাস ডাটা পাওয়ার জন্য চারটি প্ল্যান আছে। যাদের দাম Rs. 1,099  থেকে শুরু করে Rs. 1,799 অব্দি পাওয়া যাচ্ছে। এই সব প্ল্যানেই 100Mbps এর স্পিড পাওয়া যায়। এর সঙ্গে আনলিমিটেড লোকাল আর এসটিডি ক্লিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে। এর মধ্যে সব থেকে সস্তা প্ল্যান Rs. 899  এর যাতে 750GB বোনাস ডাটা পাওয়া যায়, তাও এক বছরের জন্য।

আরও দেখুনঃ  Moto Z2 Play এর ফিচার্স আর স্পেসিফিকেশন লিক হল 

গত সপ্তাহেই এয়ারটেল তাদের ব্রডব্যান্ড ইউজার্সদের জন্য অ্যাডিশেনাল ডাটা দেওয়া শুরু করেছে। Rs. 899  দামের প্ল্যানে 30GB ডাটা পাওয়া যায়, কিন্তু এবার এতে 60GB ডাটা পাওয়া যাচ্ছে। সেখানে Rs. 1,499 প্ল্যানটিতে 100GB ডাটা পাওয়া যেত, এবার এই প্ল্যানে 160GB ডাটা পাওয়া যাচ্ছে।

আরও দেখুনঃ Samsung Galaxy J5 2016, ফ্লিপকার্টে ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo