এয়ারটেলের 59 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কল আর ফ্রি ডাটা পাওয়া যাচ্ছে

এয়ারটেলের 59 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কল আর ফ্রি ডাটা পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এই নতুন প্রিপেড প্ল্যানটি কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে এই প্ল্যানে 500MB 3G/4Gডাটা আর আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে

এয়ারটেল এবার 59 টাকায় একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, এই রিচার্জে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর এসটিডি কল আর রোমিং এ ফ্রি আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাবে আর এর সঙ্গে গ্রাহকরা 500MB 4G/3G ডাটা আর প্রতিদিন 100টি SMS পাবে। এই প্ল্যানটি 7 দিনের জন্য বৈধ হবে। এই রিচার্জটি সোজাসুজি জিওর 52 টাকা দামের প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলবে, এর এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল, 1.05 GB 4G ডাটা আর 70টি SMS পাওয়া যায়। এই প্ল্যানটিও 7 দিনের জন্য বৈধ। প্রতিদিন 0.15GB ডাটা পাওয়া যায় এর লিমিট শেষ হয়ে গেলে এর স্পিড কমে 64Kbps হয়ে যায়।

এবার এয়ারটেলের এই নতুন প্ল্যানটি কিছু টেলিকম সার্কেলেই পাওয়া যাচ্ছে। গ্রাহকদের রিচার্জ করানোর আগে একাবর এই অফারটি চেক করে নিলে ভাল। কোম্পানি সম্প্রতি তাদের 448 টাকা আর 509 টাকার প্রিপেড প্ল্যানও কিছু পরিবর্তন করেছে আর এদের বৈধতা বাড়িয়ে দিয়েছে।

আগে 448 টাকার রিচার্জের বৈধতা 70 দিনের ছিল কিন্তু এখন এই প্ল্যানটি 82 দিনের জন্য বৈধ করা হয়েছে। এই প্ল্যানে প্রিতিদিন 1GB 3G/4G ডাটা আর আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটিতে ইউজার্সরা প্রতিদিন 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1000 মিনিট ব্যবহার করতে পারে। এইভাবে 509 টাকার প্ল্যানের বৈধতা 84 দিন থেকে বাড়িয়ে 91 দিন করা হয়েছে। এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1GB 4G ডাটা, আনলিমিটেড লোকাল আর এসটিডি কল পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 300 মিনিট আর প্রতি সপ্তাহে 1200 মিনিট ব্যবহার করতে পারবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo