HIGHLIGHTS
এই প্ল্যানে এয়ারটেলের 28 দিনের বৈধতার সঙ্গে নিয়ে এসেছে
ভারতীয় এয়ারটেল 75 টাকা দামের একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল। এই প্ল্যানে ইউজার্সরা 300টি ভয়েস কলিং মিনিটের সঙ্গে ডাটা আর SMS বেনিফিট দিচ্ছে। আর এই প্ল্যানে কোম্পানি 47 টাকার প্ল্যান নিয়ে এসেছে যা 28 দিনের জন্য বৈধ।
SurveyAirtel 75 টাকার নতুন প্ল্যানে 300 মিনিটের 1GB/2G/3G/4G ডাটা আর 100টি SMS পাওয়া যাচ্ছে আর এটি 28 দিনের জন্য বৈধ।
এর আগে আইডিয়া সেলুলার 75টাকার একটি প্ল্যান নিয়ে এসেছিল। এই প্ল্যানে নিজেদের মার্কেট প্ল্যান যাতে নিজেদের 4G সার্কেলে নিয়ে এসেছিল। আর এই প্ল্যানে কোম্পানি 300 ভয়েস কল মিনিট আর 100টি SMS আর 1Gb 2G/3G/4G ডাটা অফার করছে।